কোন গ্রহযোগের কারণে দ্রুত বিবাহ সুনিশ্চিত হয় ?

কোন গ্রহযোগের কারণে দ্রুত বিবাহ সুনিশ্চিত হয়

নিম্নলিখিত গ্রহযোগগুলির এক বা একাধিক উপস্থিতি যে কোনো জন্মকুণ্ডলীতে থাকলে দ্রুত বিবাহযোগকে সুনিশ্চিত করে : – 

() শুক্র বলবান হয়ে সপ্তমে থাকলে | 

( ) কেন্দ্রস্থ বলবান শুক্র সপ্তমপতির সঙ্গে স্থান বিনিময় , দৃষ্টি বিনিময় বা সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ হলে | 

() শুক্র যদি সপ্তমপতির নক্ষত্রে থাকে কিংবা সপ্তমপতি যদি শুক্রের নক্ষত্রে থাকে 

( ) সপ্তমে শুভগ্রহ অবস্থান করলে বা দৃষ্টি দিলে, সেই সঙ্গে সপ্তমপতি বলবান হয়ে কেন্দ্রস্থ হলে | 

() সপ্তমপতি এবং শুক্র বলবান অবস্থান কেন্দ্রে বা কোণে থাকলে , সেই সঙ্গে সপ্তমভাব বা সপ্তমপতি বা শুক্র শুভগ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে | 

() লগ্ন, দ্বিতীয় সপ্তমএই তিন ভাবাধিপতিদের পরস্পরের মধ্যে স্থান বিনিময় , দৃষ্টি বিনিময় বা সহাবস্থান সম্বন্ধ স্থাপিত হলে |

() দ্বিতীয়পতি সপ্তমপতি যদি স্বক্ষেত্রে থাকে এবং কোনোটি যদি শুক্র হয় কিংবা শুক্রের সঙ্গে দ্বিতীয় বা সপ্তমপতির যদি শুভ সম্বন্ধ সৃষ্টি হয় | 

() দ্বিতীয়ভাব এবং দ্বিতীয়পতি, সপ্তমভাব এবং সপ্তমপতি যদি বলবান হয় এবং শুভভাবে অবস্থান করে এবং এদের কোনটির সঙ্গে যদি বলবান শুক্রের সম্বন্ধ হয় | 

() লগ্নপতি দ্বিতীয়পতি যদি পরস্পর স্থান বিনিময় বা দৃষ্টি বিনিময় বা সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ হয় এবং সেই সঙ্গে শুক্র এবং সপ্তমপতি যদি কেন্দ্রে অথবা কোণে থাকে 

() সপ্তমপতি এবং বিবাহকারক গ্রহ শুক্র যদি স্থান বিনিময় সম্বন্ধে আবদ্ধ হয় অর্থাৎ সপ্তমপতি শুক্রের ক্ষেত্রে এবং শুক্র যদি সপ্তমপতির ক্ষেত্রে থাকে কিংবা শুক্র সপ্তমপতি পরস্পর দৃষ্টিবিনিময় সম্বন্ধে আবদ্ধ হয়ে সপ্তম অথবা দ্বাদশে পূর্ণদৃষ্টি প্রদান করে | 

() সপ্তমপতি কেন্দ্রস্থ বা কোণস্থ হলে কিংবা কেন্দ্রে বা কোণে স্বক্ষেত্রস্থ হলে এবং সেই সঙ্গে সপ্তমভাবে শুক্র থাকলে | 

() সপ্তমপতি সপ্তমে স্বক্ষেত্রস্থ হয়ে শুক্রযুক্ত হলে | 

( ) শুক্র সপ্তমভাবাধিপতি হয়ে যদি কেন্দ্রে থাকে বা স্বগৃহে থাকে | 

( ) চতুর্থ এবং অষ্টমভাব পাপদৃষ্ট বা পাপযুক্ত না হয়ে সপ্তমে শুভগ্রহের অবস্থান বা দৃষ্টি থাকলে সেই সঙ্গে শুক্র বলবান হয়ে সপ্তমভাব বা সপ্তমভাবাধিপতির সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে | 

() জন্মরাশির একাদশভাবে শুক্র থাকলে এবং লগ্নভাবের সপ্তমঘরের সঙ্গে ওই শুক্রের সম্বন্ধ স্থাপিত হলে | 

() রাশির সপ্তমপতি রাশির একাদশভাবে থেকে লগ্নের কেন্দ্রস্থ হলে | 

() রাশি বা লগ্নের সপ্তমে শুক্র থাকলে কিংবা রাশি বা লগ্নের সপ্তমভাবাধিপতি শুক্র হয়ে রাশি বা লগ্নের কেন্দ্রে বা কোণে থাকলে | 

() সপ্তমভাব , সপ্তমপতি এবং শুক্র বলবান হলে | 

() দ্বিতীয়পতি দ্বিতীয়ে থেকে সপ্তমপতির সঙ্গে দৃষ্টি বিনিময় করলে |

Author Bio

Related Posts