কোন গ্রহযোগের কারণে দ্রুত বিবাহ সুনিশ্চিত হয় ?
নিম্নলিখিত গ্রহযোগগুলির এক বা একাধিক উপস্থিতি যে কোনো জন্মকুণ্ডলীতে থাকলে দ্রুত বিবাহযোগকে সুনিশ্চিত করে : –
(ক) শুক্র বলবান হয়ে সপ্তমে থাকলে |
(খ ) কেন্দ্রস্থ বলবান শুক্র সপ্তমপতির সঙ্গে স্থান বিনিময় , দৃষ্টি বিনিময় বা সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ হলে |
(গ) শুক্র যদি সপ্তমপতির নক্ষত্রে থাকে কিংবা সপ্তমপতি যদি শুক্রের নক্ষত্রে থাকে |
(ঘ ) সপ্তমে শুভগ্রহ অবস্থান করলে বা দৃষ্টি দিলে, সেই সঙ্গে সপ্তমপতি বলবান হয়ে কেন্দ্রস্থ হলে |
(ঙ) সপ্তমপতি এবং শুক্র বলবান অবস্থান কেন্দ্রে বা কোণে থাকলে , সেই সঙ্গে সপ্তমভাব বা সপ্তমপতি বা শুক্র শুভগ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে |
(চ) লগ্ন, দ্বিতীয় ও সপ্তম – এই তিন ভাবাধিপতিদের পরস্পরের মধ্যে স্থান বিনিময় , দৃষ্টি বিনিময় বা সহাবস্থান সম্বন্ধ স্থাপিত হলে |
(ছ) দ্বিতীয়পতি ও সপ্তমপতি যদি স্বক্ষেত্রে থাকে এবং কোনোটি যদি শুক্র হয় কিংবা শুক্রের সঙ্গে দ্বিতীয় বা সপ্তমপতির যদি শুভ সম্বন্ধ সৃষ্টি হয় |
(জ) দ্বিতীয়ভাব এবং দ্বিতীয়পতি, সপ্তমভাব এবং সপ্তমপতি যদি বলবান হয় এবং শুভভাবে অবস্থান করে এবং এদের কোনটির সঙ্গে যদি বলবান শুক্রের সম্বন্ধ হয় |
(ঝ) লগ্নপতি ও দ্বিতীয়পতি যদি পরস্পর স্থান বিনিময় বা দৃষ্টি বিনিময় বা সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ হয় এবং সেই সঙ্গে শুক্র এবং সপ্তমপতি যদি কেন্দ্রে অথবা কোণে থাকে |
(ঞ) সপ্তমপতি এবং বিবাহকারক গ্রহ শুক্র যদি স্থান বিনিময় সম্বন্ধে আবদ্ধ হয় অর্থাৎ সপ্তমপতি শুক্রের ক্ষেত্রে এবং শুক্র যদি সপ্তমপতির ক্ষেত্রে থাকে কিংবা শুক্র ও সপ্তমপতি পরস্পর দৃষ্টিবিনিময় সম্বন্ধে আবদ্ধ হয়ে সপ্তম অথবা দ্বাদশে পূর্ণদৃষ্টি প্রদান করে |
(ট) সপ্তমপতি কেন্দ্রস্থ বা কোণস্থ হলে কিংবা কেন্দ্রে বা কোণে স্বক্ষেত্রস্থ হলে এবং সেই সঙ্গে সপ্তমভাবে শুক্র থাকলে |
(ঠ) সপ্তমপতি সপ্তমে স্বক্ষেত্রস্থ হয়ে শুক্রযুক্ত হলে |
(ড ) শুক্র সপ্তমভাবাধিপতি হয়ে যদি কেন্দ্রে থাকে বা স্বগৃহে থাকে |
(ঢ ) চতুর্থ এবং অষ্টমভাব পাপদৃষ্ট বা পাপযুক্ত না হয়ে সপ্তমে শুভগ্রহের অবস্থান বা দৃষ্টি থাকলে সেই সঙ্গে শুক্র বলবান হয়ে সপ্তমভাব বা সপ্তমভাবাধিপতির সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে |
(ণ) জন্মরাশির একাদশভাবে শুক্র থাকলে এবং লগ্নভাবের সপ্তমঘরের সঙ্গে ওই শুক্রের সম্বন্ধ স্থাপিত হলে |
(ত) রাশির সপ্তমপতি রাশির একাদশভাবে থেকে লগ্নের কেন্দ্রস্থ হলে |
(থ) রাশি বা লগ্নের সপ্তমে শুক্র থাকলে কিংবা রাশি বা লগ্নের সপ্তমভাবাধিপতি শুক্র হয়ে রাশি বা লগ্নের কেন্দ্রে বা কোণে থাকলে |
(দ) সপ্তমভাব , সপ্তমপতি এবং শুক্র বলবান হলে |
(ধ) দ্বিতীয়পতি দ্বিতীয়ে থেকে সপ্তমপতির সঙ্গে দৃষ্টি বিনিময় করলে |