মুক্তা ধারণে কি কর্কট রাশির লোকেরা ক্ষতিগ্রস্থ হবেন ?
রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট বা Cancer | চন্দ্র এই রাশির নিয়ন্ত্রক | চন্দ্রের রত্ন হল মুক্তা বা মোতি | জ্যোতিষ চক্রে চন্দ্রের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ | এই গ্রহ মনের অধিষ্ঠাতা | এটি রক্ত ও হৃদয়কে প্রভাবিত করে| মোতি চাঁদের মতোই শুভ ও গোলাকার | এর রূপ ও ছটা চোখ ও মনকে মুগ্ধ করে | মোতি সৌন্দর্যের জন্যই অধিক প্রচলিত রত্ন | ঝকঝকে, একটু এবড়োখেবড়োও হয় আবার গোলগালও হয় | এগুলো কাটিং করা হয় না | হলুদ বা গোলাপি কাপড়ে ঘষলে চমক আরও বাড়ে | সাদা , নীল , কালো নানা রঙের হয় |
আরব দেশের লোক মুক্তাকে দেবতাদের অশ্রুজল বলে , কারণ সমুদ্রে বর্ষার সময় যখন কোনো ভাগ্যশালী বর্ষার বিন্দু কোনো ঝিনুক এর মুখে প্রবেশ করে , তখন এই ঝিনুকের রাসায়নিক ক্রিয়ার দ্বারা বর্ষার এই বিন্দু কিছুদিন পরে মুক্তায় পরিণত হতে থাকে | যদি চন্দ্র পীড়িত, দুর্বল , শত্রুগৃহে অবস্থান অথবা জন্মকুণ্ডলীতে নেতিবাচক স্থানে অবস্থান করে , তবে জাতকের মার শরীর স্বাস্থ্য ভালো থাকে না , জাতক অমনোযোগী হয়ে থাকে এবং ব্যক্তিত্বে দৃঢ়তার অভাব দেখা যায় | গ্যাস্ট্রিকের সমস্যা , শ্বাসকষ্ট পরিলক্ষিত হয় | মুক্তা ধারণে এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় |
কিন্তু পাপাচারী, অপরের মন্দ চিন্তাকারী , অপরের হানিকারক ব্যক্তি মুক্তা ধারণ করলে, তার দুর্ভাগ্য বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তার প্রতি পদক্ষেপে সঙ্কটজনক অবস্থা দেখা দেয় | কর্কট রাশির ব্যক্তি মুক্তা ধারণ করলে তার গার্হস্থ্য জীবন সুখের হয়ে যায় |
চন্দ্রের কুপ্রভাব দূর করার জন্য ও শান্তির জন্য মোতি ধারণ করা হয় | চন্দ্রের দ্বারা ১০ অংশ অনিষ্ট হলে ৫ রতি মোতি ধারণ করতে হবে | ২০ অংশ পর্যন্ত অশুভ চন্দ্র থাকলে ১০ রতি পর্যন্ত মোতি পরতে হবে | ত্রিশ অংশ পর্যন্ত অশুভ চন্দ্রের জন্য ৪ রতি মোতি ধারণ করা কর্তব্য |
মুক্তা ক্রোধ, মানসিক উত্তেজনা, মানসিক উদ্বেগ প্রশমন করে | ক্ষয়রোগ এবং রাতকানা রোগে উপকার পাওয়া যায় |মুক্তা ধারণে অর্থনৈতিক সফলতা বৃদ্ধি পায় এবং জীবনযাত্রা আরামদায়ক হয়ে থাকে |মুক্তা পবিত্রতা এবং সন্তান জন্মদেবার শক্তি বলে মনে করা হয় | মানুষ সব সময় মুক্তা ধারণ করে থাকলে তার মান–সন্মান , যশ, অর্থ , দৌলত , মনের শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় | সেই ব্যক্তি প্রতি পদক্ষেপে সফলতা লাভ করে |
মুক্তা বা মুন স্টোন সোনা বা চাঁদির আংটিতে তৈরি করিয়ে যে কোন সোমবার গঙ্গাজল বা কাঁচা দুধে শোধন করে নিয়ে কনিষ্ঠা বা তার পাশের আঙুলে পরা ভালো |