ষষ্ঠপতির দশায় কি জীবনে দুরারোগ্য রোগের সম্মুখীন হতে হবে?

ষষ্ঠপতির দশায়

ষষ্ঠপতির দশা ষষ্ঠ ভাব   

 জ্যোতিষ বিষয়ে উৎসাহী মানুষদের মধ্যে বহু মানুষই আছেন যারা বিভিন্ন বই পরে জ্ঞানার্জন করে থাকেন | এতো এক মহাসমুদ্র, তাই সকল বিষয়ের ওপর অনেক বইতেই অনেক কিছু সবিস্তারে আলোচনা করা হয়ে ওঠেনা | তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলোর ওপর আমি আলোকপাত করার চেষ্টা করেছি | সেইরকমই একটা বিষয় হলো বিভিন্ন ভাবাধিপতি অনুযায়ী দশা বিচার |  আপনার জন্মকোষ্ঠী দেখুন| বর্তমানে কোন ভাবাপতির দশা চলছে দেখুন |

ষষ্ঠপতির দশায় 1

ষষ্ঠস্থান শত্রুস্থান বা রিপুস্থান| ষষ্ঠপতির দশায় রোগ হতে পারে, জাতকের নিজেরই রিপু উত্তেজনার ফলে মতিভ্রম হতে পারে|  

জন্মকুন্ডলীর ষষ্ঠঘরে পাপগ্রহ থাকলে এরূপ দশাকালে প্রথম দিকে শত্রুবৃদ্ধি হলেও পরে শত্রুহানী হয়ে থাকে |

কিন্তু জন্মকুন্ডলীর ষষ্টস্থানে শুভগ্রহ থাকলে এরূপ দশাকালে সচরাচর শত্রুবৃদ্ধি হয়ে থাকে |

ষষ্টপতি যে ভাবপতির সঙ্গেই সম্বন্ধযুক্ত থাকুক না কেন, দশাকালে ওই ভাবের কিছু না কিছু অশুভ হবেই | কারণ বৃশ্চিক লগ্নে মঙ্গল লগ্নপতি তথা ষষ্টপতি |এরূপ মঙ্গল দোষযুক্ত|

Note: দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যেজন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে|

Author Bio

Related Posts