Astrology, Lagna, Nakshatra, Rashi

দশমপতির দশায় কি রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে?

দশমপতির দশায় কি রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে?

দশমপতির দশায়

দশমপতির দশা দশম ভাব 

জ্যোতিষ বিষয়ে উৎসাহী মানুষদের মধ্যে বহু মানুষই আছেন যারা বিভিন্ন বই পরে জ্ঞানার্জন করে থাকেন | এতো এক মহাসমুদ্র, তাই সকল বিষয়ের ওপর অনেক বইতেই অনেক কিছু সবিস্তারে আলোচনা করা হয়ে ওঠেনা | তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলোর ওপর আমি আলোকপাত করার চেষ্টা করেছি | সেইরকমই একটা বিষয় হলো বিভিন্ন ভাবাধিপতি অনুযায়ী দশা বিচার |   আপনার জন্মকোষ্ঠী দেখুন | বর্তমানে কোন ভাবাপতির দশা চলছে দেখুন |

দশমপতির দশায় 1

মহর্ষি পরাশরের মতে দশমভাব (লগ্নের দশম স্থানে ) কেন্দ্র হিসাবে শ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ| কারণ, জন্মকুণ্ডলীতে  নবমপতি দশমপতির মধ্যে বিশেষ সম্মন্ধ স্থাপিত হলে উল্লেখযোগ্য রাজযোগ সূচিত হবে | যোগ সন্মন্ধে আবদ্ধ দশমপতির  দশায়  (অর্থাৎ দশমপতি যদি পঞ্চমপতি বা নবমপতির সঙ্গে জন্মসময়ে কোনোরূপ সন্মন্ধে আবদ্ধ হয় যথাস্থান বিনিময় , দৃষ্টি বিনিময় ,একত্র সহাবস্থান প্রভৃতি)জাতক জাতিকার ভাগ্য বৃদ্ধি, উচ্চপদ লাভ ,সন্মান লাভ ,অবস্থা তথা যোগের প্রাবল্য অনুযায়ী এরূপ জাতক জাতিকা রাষ্ট্রীয় ক্ষেত্রে উচ্চপদ (মুখ মন্ত্রীত্ত্ব ,কেন্দ্রীয়  মন্ত্রী বা রাষ্ট্রপতি ,উপরাষ্ট্রপতি প্রভৃতি পদ) লাভ করতে পারে |

জন্ম কুণ্ডলীতে লগ্নের দশমে যে গ্রহই অবস্থান করুক না কেন,স্বীয় দশান্তর্দশায় উক্ত গ্রহ স্বকীয় কারকতা  অনুযায়ী শুভাশুভ ফল প্রদানে সক্ষম হয়ে থাকে |

কিন্তু দশমপতি (নিজে শুভ হোক বা অশুভ হোক) যদি সক্ষেত্র অর্থাৎ লগ্নের দশমে অবস্থান করে তবে স্বীয় দশান্তর্দশায় অবশ্যই শুভফল প্রদান করবে |

কিন্তু দশম পতি যদি দু:স্থানগত (||১২) পাপপীড়িত হয় অথবা ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতির সঙ্গে কোনো সন্মন্ধে আবদ্ধ হয় তবে এরূপ দশমপতির দশান্তর্দশায় অবাঞ্চিত পীড়ন বা নিগ্রহ, কর্মহানি বা পদাবনতি, রাষ্ট্রীয় নির্যাতন পিতার মৃত্যু সংকট প্রভৃতি অশুভ সূচিত হয় |

দশম ভাব শুভ গ্রহের দ্বারা প্রভাবিত সৎকর্মে বা শুভকর্মে জাতক খ্যাতি লাভ করে থাকে |লগ্নের দশমভাব অশুভ বা পাপগ্রহের দ্বারা প্রবাহিত হলে জাতক অশুভ বা পাপকর্মে লিপ্ত হতে বাধ্য হয়ে থাকে |

Note: দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যেজন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে|

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM