পঞ্চমপতির দশায় কি জীবনে সাফল্যের স্বাদ বৃদ্ধি পাবে?

পঞ্চমপতির দশায়

পঞ্চমপতির দশা পঞ্চমভাব 

জ্যোতিষ বিষয়ে উৎসাহী মানুষদের মধ্যে বহু মানুষই আছেন যারা বিভিন্ন বই পরে জ্ঞানার্জন করে থাকেন | এতো এক মহাসমুদ্র, তাই সকল বিষয়ের ওপর অনেক বইতেই অনেক কিছু সবিস্তারে আলোচনা করা হয়ে ওঠেনা | তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলোর ওপর আমি আলোকপাত করার চেষ্টা করেছি | সেইরকমই একটা বিষয় হলো বিভিন্ন ভাবাধিপতি অনুযায়ী দশা বিচার |   আপনার জন্মকোষ্ঠী দেখুন | বর্তমানে কোন ভাবাপতির দশা চলছে দেখুন |

পঞ্চমপতি পঞ্চমভাবের অধিপতিপঞ্চমপতির দশায় সম্পদলাভ, বিদ্যালাভ এবং সন্তানলাভ হয় অথবা ওই বিষয়ে সুভলাভ হয় |জন্মকুণ্ডলীতে পঞ্চমপতির সঙ্গে শুভগ্রহের সম্মন্ধ স্থাপিত হলে উক্ত দশাকালে ভক্তিভাব বৃদ্ধি, মন্ত্রণা বিষয়ে দক্ষতা এবং বিদ্যাবুদ্ধির ক্ষেত্রে সাফল্য সূচিত করে |

পঞ্চমপতির দশায় 1

জন্মকুণ্ডলীতে পঞ্চমপতি কোন কেন্দ্রপতির (||১০) সঙ্গে সন্মন্ধে আবদ্ধ হলে এরূপ পঞ্চমপতির দশা অন্তর্দশায় বিশেষ মর্যাদা বৃদ্ধি হতে পারে ,এমনকি, এই সময় মন্ত্রিত্ব লাভও  সম্ভব|   জন্মকুণ্ডলীতে পঞ্চমপতি অস্তগত ,দুর্বল ,নীচস্থ বা দুঃস্থানগত হলে এরূপ দশান্তর্দশাকালে রোগ ,বুদ্ধিবিপর্যয়এমনকি ,সন্তানহানিও ঘটতে পারে |

লগ্নের পঞ্চমস্থানে অবস্থিত শুভগ্রহের দশা ওই ভাবপতির সংশ্লিষ্ট ভাবের বৃদ্ধিকারক শুভ হয়ে থাকে| কিন্তু পঞ্চম স্থানে অবস্থিত অশুভ গ্রহের দশা অশুভ ফলপ্রদ হয়ে থাকে |

Note: দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যেজন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে|

Author Bio

Related Posts