চতুর্থপতির দশায় কি আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে?

চতুর্থপতির দশা

চতুর্থপতির দশা চতুর্থ ভাব 

জ্যোতিষ বিষয়ে উৎসাহী মানুষদের মধ্যে বহু মানুষই আছেন যারা বিভিন্ন বই পরে জ্ঞানার্জন করে থাকেন | এতো এক মহাসমুদ্র, তাই সকল বিষয়ের ওপর অনেক বইতেই অনেক কিছু সবিস্তারে আলোচনা করা হয়ে ওঠেনা | তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলোর ওপর আমি আলোকপাত করার চেষ্টা করেছি | সেইরকমই একটা বিষয় হলো বিভিন্ন ভাবাধিপতি অনুযায়ী দশা বিচার |   আপনার জন্মকোষ্ঠী দেখুন | বর্তমানে কোন ভাবাপতির দশা চলছে দেখুন |

চতুর্থপতির দশা 1

চতুর্থপতি মাতৃভাবের অধিপতি |চতুর্থপতির দশায় গৃহসুখ বৃদ্ধি ,আনন্দবৃদ্ধি বন্ধুত্বের প্রসারলাভ ঘটে| শুভ চতুর্থপতির দশায় গৃহসম্পত্তির বৃদ্ধি যানবাহন লাভ বা যানবাহনজনিত সুখলাভ ঘটে |শুধু চতুর্থপতিই নয়লগ্নের চতুর্থস্থানে অবস্থিত অপরাপর শুভ গ্রহাদিও শুভ ফল প্রদান করে থাকে  এবং সম্পদবৃদ্ধির কারক হয়ে থাকে|কিন্তু চতুর্থ স্থানস্থ পাপগ্রহের দশায় গৃহে বিবাদ ,বিদ্যাবিষয়ে অশুভ মাতৃকষ্ট সূচিত হয় |কিন্তু চতুর্থপতি যদি বলবান হয় তবে অশুভ ফল অনেকাংশে হ্রাস পেয়ে থাকে |চতুর্থপতি জন্মকুণ্ডলীতে দুর্বল ,অস্তমিত বা দু:স্থানে  অবস্থিত হলে শুভফলের হানি হয়ে থাকে  |

Note:  বৃশ্চিক লগ্নের পক্ষে চতুর্থপতির দশা শুভদায়ক নয়, কারণ বৃশ্চিকলগ্নে শনি তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি| অতএব জাতক জাতিকার পক্ষে শনির দশা শুভদায়ক, তবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নয় | কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকের পক্ষে শনি জন্মকুণ্ডলীতে কুম্ভরাশিতে অর্থাৎ লগ্নের চতুর্থে থাকলে এরূপ শনির দশা শুভপ্রদ হবে |

Note: দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যেজন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে|

Author Bio

Related Posts