চতুর্থপতির দশা ও চতুর্থ ভাব
জ্যোতিষ বিষয়ে উৎসাহী মানুষদের মধ্যে বহু মানুষই আছেন যারা বিভিন্ন বই পরে জ্ঞানার্জন করে থাকেন | এতো এক মহাসমুদ্র, তাই সকল বিষয়ের ওপর অনেক বইতেই অনেক কিছু সবিস্তারে আলোচনা করা হয়ে ওঠেনা | তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলোর ওপর আমি আলোকপাত করার চেষ্টা করেছি | সেইরকমই একটা বিষয় হলো বিভিন্ন ভাবাধিপতি অনুযায়ী দশা বিচার | আপনার জন্মকোষ্ঠী দেখুন | বর্তমানে কোন ভাবাপতির দশা চলছে দেখুন |
চতুর্থপতি মাতৃভাবের অধিপতি |চতুর্থপতির দশায় গৃহসুখ বৃদ্ধি ,আনন্দবৃদ্ধি ও বন্ধুত্বের প্রসারলাভ ঘটে| শুভ চতুর্থপতির দশায় গৃহসম্পত্তির বৃদ্ধি ও যানবাহন লাভ বা যানবাহনজনিত সুখলাভ ঘটে |শুধু চতুর্থপতিই নয় –লগ্নের চতুর্থস্থানে অবস্থিত অপরাপর শুভ গ্রহাদিও শুভ ফল প্রদান করে থাকে এবং সম্পদবৃদ্ধির কারক হয়ে থাকে|কিন্তু চতুর্থ স্থানস্থ পাপগ্রহের দশায় গৃহে বিবাদ ,বিদ্যাবিষয়ে অশুভ ও মাতৃকষ্ট সূচিত হয় |কিন্তু চতুর্থপতি যদি বলবান হয় তবে অশুভ ফল অনেকাংশে হ্রাস পেয়ে থাকে |চতুর্থপতি জন্মকুণ্ডলীতে দুর্বল ,অস্তমিত বা দু:স্থানে অবস্থিত হলে শুভফলের হানি হয়ে থাকে |
Note: বৃশ্চিক লগ্নের পক্ষে চতুর্থপতির দশা শুভদায়ক নয়, কারণ বৃশ্চিকলগ্নে শনি তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি| অতএব জাতক জাতিকার পক্ষে শনির দশা শুভদায়ক, তবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নয় | কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকের পক্ষে শনি জন্মকুণ্ডলীতে কুম্ভরাশিতে অর্থাৎ লগ্নের চতুর্থে থাকলে এরূপ শনির দশা শুভপ্রদ হবে |
Note: দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যে – জন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ও ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে|