Astrology, Horoscope, Puja & Remedies

ক্যাটস আই ধারণ করবেন বলে ভাবছেন? জানুন – ক্যাটস আই কারা পড়বেন

ক্যাটস আই ধারণ করবেন বলে ভাবছেন? জানুন – ক্যাটস আই কারা পড়বেন

who wear cats eye?

ক্যাটস আই ধারণ করবেন বলে ভাবছেন? জানুন – ক্যাটস আই কারা পড়বেন

এটি প্রধানত কেতু গ্রহের রত্ন। অতএব যার জন্ম ছকে কেতু গ্রহ দূষিত, দুর্বল, বা অস্তগত। তারা ক্যাটস আই ধারণ করবেন। অবশ্যই ক্যাটসআই পাথর শোধন করে ধারণ করতে হবে। তবে যে কোনও রত্ন ধারণের পূর্বে জ্যোতিষীদের পরামর্শ নিন।

রত্ন জ্যোতিষ অনুযায়ী নানা ধরনের রত্নের মধ্যে অন্যতম একটি রত্ন হল ক্যাটসআই। জ্যোতিষ শাস্ত্রে ক্যাটস আইকে কেতুর রত্ন বলা হয়। তাই কেতুর দোষ কাটাতে ক্যাটস আই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ্ঠিতে উপস্থিত কেতুর অশুভ গ্রাস থেকে বাঁচতে ক্যাটস আই বা লহসুনিয়া রত্ন ধারণ করা উচিত। ফলে আকস্মিক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। মনে রাখতে হবে শুধু রত্ন ধারণ করলেই হবে না, খাঁটি রত্ন ধারন করতে হবে। বহু ক্ষেত্রে অর্থ ব্যয় করে রত্ন ধারন করার পরেও কোনও কাজ দেয় না। তখন আমরা হয় জ্যোতিষী বা জ্যোতিষশাস্ত্র-কেই ভুল বুঝে থাকি। তাই রত্ন ধারণ এর সময় অবশ্যই সতর্ক থাকুন। প্রয়োজনে রত্ন বিশারদের থেকে পরামর্শ নিন।

ক্যাটস আই ধারণ করবেন কারা

কারা ক্যাটসআই রত্ন ধারণ করবেন

১| জন্ম ছকে কেতু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, নবম বা দশম ভাবে স্থিত হয়, তাহলে ক্যাটসআই ধারণ কর্তব্য।

২| যদি কেতু, মঙ্গল, বৃহস্পতি এবং শুত্রু এক সঙ্গে স্থিত হয়, তাহলে এই রত্ন ধারণ কর্তব্য।

৩| যদি কেতু সূর্যের সঙ্গে থাকে বা সূর্য দ্বারা দৃষ্ট হয়। তাহলে এই রত্ন ধারণ কর্তব্য।

৪| কেতু শুভ ভাবের অধিপতি হয়ে, সেই ভাবে কেতু ষষ্ঠ বা অষ্টম স্থানে স্থিত হলে, এই রত্ন ধারণ করা শ্রেষ্ঠ।

৫| যদি কেতু পঞ্চমাধিপতি অথবা ভাগ্যাধিপতির সঙ্গে স্থিত হয়, তাহলে এই রত্ন ধারণ কর্তব্য।

৬| ধনাধিপতি, আয়ধিপতি, রাজ্যাধিপতি, ভাগ্যাধিপতি, চতুর্থঃআধিপতি, কেতুর সঙ্গে যুক্ত থাকে বা সম্বন্ধ যুক্ত হয়, তাহলে এই রত্ন ধারণ করতে হবে।

৭| যদি কেতুর মহাদশা বা অন্তর্দশা চলে, তাহলে এই রত্ন ধারণ কর্তব্য।

৮| কেতুর সঙ্গে সম্বন্ধিত যে কারক অথবা যে পর্দাথ কেতু গ্রহের কারক। জীবনে সেই সব বস্তুতে উন্নতি করার জন্য, জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী এই রত্ন ধারণ কর্তব্য।

৯| সৌম্য এবং শুভগ্রহের সঙ্গে কেতু থাকলে, এই রত্ন ধারণ কর্তব্য।

১০| যদি ভূত-প্রেতের বাধা বা ভয় থাকে, তাকে এই রত্ন ধারণ করতে হবে।

১১| কেতু জনিত দোষ নিবৃত্তির জন্য এই রত্ন ধারণ কর্তব্য।

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM