Astrology

মানিক বা চুনী (Ruby) কার পক্ষে ধারণীয়? চুনি পাথরের উপকারিতা কি?

মানিক বা চুনী (Ruby) কার পক্ষে ধারণীয়? চুনি পাথরের উপকারিতা কি?

চুনী (Ruby) কার পক্ষে ধারণীয়

কাদের ধারণ করা উচিত মানিক বা চুনী (Ruby) পাথর?

মানিক মুখ্যতঃ সূর্যের বা রবি গ্রহের রত্ন|

সূর্যকে কালপুরুষের আত্মা বলা হয়| সূর্য পুরুষ  গ্রহ | তাম্র বর্ণের ন্যায় দীপ্তমান|পূর্ব দিকের অধিপতি এবং জীবনদায়ী গ্রহ |

যদি জন্মপত্রিকায় সূর্যের অবস্থান ঠিক না থাকে, তাহলে মানিক ধারণ করতে হয় | জেনে নিন জন্মছকে সূর্যের অবস্থান অনুযায়ী চুনী পাথর কতটা কার্যকরী |

 

চুনী (Ruby) কার পক্ষে ধারণীয়

নিজের জন্মপত্রিকায় সূর্যের স্থিতি যদি নিম্ন প্রকার হয়, তাহলে মানিক ধারণ করা কর্তব্য|

এখন জেনে নেওয়া যাক কোন জাতক জাতিকারা রুবি ধারণ করবে |

১| যদি লগ্নে সূর্য থাকে, কারণ লগ্ন রবির অবস্থান থাকলে জাতকের সন্তান হতে বাধা বা অসুস্থ সন্তান হতে পারে এবং জাতকের স্ত্রীর জন্য কষ্টদায়ক| এদের মানিক ধারণ করা অবশ্য কর্তব্য|

২| ধন স্থান বা দ্বিতীয় স্থানে রবি গ্রহ থাকলে অর্থ প্রাপ্তিতে বাধা আসে, চাকুরী স্থানে নানা প্রকার-বিঘ্ন দেখা দেয় | এমতাঅবস্থায় মানিক ধারণ করা কর্তব্য|

৩| যদি জন্মপত্রিকায় রবি গ্রহ  তৃতীয় স্থানে থাকে ,তাহলে অসময়ে কনিষ্ট ভ্রাতার মৃত্যু ঘটতে পারে | এই অবস্থায়  মানিক ধারণ করা কর্তব্য |

৪| চতুর্থ স্থানে স্থিত রবি আয়-উপার্জনে বাধা সৃষ্টি করে| এই ক্ষেত্রে মানিক ধারণ করা কর্তব্য |

এক্ষেত্রে চুনি পাথরের কাজ হলো জীবনে আগত বাধা দূর করা|

৫| যদি সূর্য ভাগ্যাধীপতি, ধনপতি বা রাজ্যাধিপতি হয়ে ষষ্ঠ বা অষ্টম স্থানে থাকে, তাহলে মানিক ধারণ কর্তব্য|

৬| যদি রবি গ্রহ নিজের ক্ষেত্র থেকে  অষ্টম বা ষষ্ট স্থানে অবস্থান করে জাতক বা জাতিকার পঞ্চম বা নবমভাবে পড়ে, তাহলে অবশ্যই মানিক ধারণ কর্তব্য |

৭| সূর্য সপ্তম ভাবে থাকলে স্বাস্থ্যহানি হয় | এ ক্ষেত্রে মানিক ধারণ কর্তব্য |

৮| যদি সূর্য নিজ নক্ষত্রে অবস্থান করে| তাহলে সর্ববিধ উন্নতির জন্য মানিক ধারণ কর্তব্য |

৯| যদি রবি গ্রহ জন্মকুণ্ডলীতে যেকোনো স্থানে থেকে নিজের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়াকে পূর্ণ দৃষ্টিতে দেখে, তাহলে সেই জাতকের ক্ষেত্রে চুনি পাথরের উপকারিতা সর্বাধিক|

১০| দ্বিতীয় অথবা দ্বাদশভাবে সূর্য থাকলে, চোখের রোগ দেখা যায়, এক্ষেত্রে মানিক ধারণ কর্তব্য |

১১| যদি সূর্য একাদশ ভাবে থাকে, তাহলে সন্তান চিন্তা উৎপন্ন হয় ও জ্যেষ্ঠ ভ্রাতার প্রাণনাসের আশঙ্খা থাকে| এই জাতকের মানিক ধারণ কর্তব্য |

১২| যদি সূর্য আপনভাব থেকে অষ্টমভাবে থাকে, তাহলে জাতককে যত শীঘ্র হয় চুনি  ধারণ করতে হবে |  

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM