বৃষ রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা:
বৃষ রাশিতে নবগ্রহ এর বর্ণনার পূর্বে এই রাশির কিছু কারকতা উল্লেখ করা হলো। কালপুরুষের বিভাজন অনুযায়ী কালপুরুষের মুখ ও মুখগহ্বর, মন্দিরের গর্ভগৃহ, বাড়ির অন্দরমহল, মন্দিরের দুই দ্বার-পাল, গলার Tonsil যা অবাঞ্চিত বস্তুকে মুখে প্রবেশ করতে বাধা দেয়, গল নালী এবং টনসিল রোগের ইঙ্গিত পাওয়া যেতে পারে।
জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের কথা উল্লেখ আছে। প্রত্যেক গ্রহের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। কিন্তু এই বৈশিষ্ট্য বা গুন্ কোন সময় প্রকাশ পাবে তা নির্ভর করে রাশির অবস্থানের উপর। এখন বৃষ রাশিতে নবগ্রহ এর কারকতা কিরূপ হবে তা জেনে নেওয়া যাক:
রবি:
- স্থির এবং ধীর, সহ্য শক্তি, কড়া ধাত, জ্যৈষ্ঠ মাসের রড খুবই প্রখর। তেজ সহ্য করা সকলের পক্ষে সম্ভবপর নয়।
- সাবিত্রীর জন্ম মাস – যার জেরে পরাভূত যমরাজ। সত্যবানের জীবন ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন।
- ভোজনবিলাসী, জেদি, One track mind, দায়িত্ববোধ অসীম।
- মান সন্মান বজায় রাখতে অবাঞ্চিত ব্যাক্তিদের পছন্দ করেন না বা মেলামেশা করেন না। Selective friends, অর্থবান পিতার জন্য দুশ্চিন্তা।
- ব্যবসার অংশিদারের পক্ষে ক্ষতিকারক এবং তার মৃত্যুতে সুবিধা লাভ করা।
- প্রাচুর্যের আনন্দ। সংসারের উন্নতির জন্য প্রয়াস।
চন্দ্র:
- উচ্চাবিলাসী, ক্রোধী, রাহুর প্রভাবে মানসিক অসুস্থতা, বাড়িঘর জায়গা জমির মালিকানা সুখ। পর্যাপ্ত অর্থই সংসারে সুখ শান্তি আনতে পারে এই মানসিকতা নিয়েই চলেন।
- অর্থ উপার্জনের জন্য দেশে বিদেশে ঘুরে বেড়ান, অর্থের অপচয় করেন।
- ভ্রমণ খুবই ব্যায় বহুল হয়ে যায় ব্যাক্তিগত শারীরিক ও মানসিক সুখের জন্য। লোভ এবং লালসা বসে থাকে না বলে দেনায় ডুবে যেতে পারেন।
- বন্ধু বৎসল। সহৃদয়তার জন্য খ্যাতি। স্থাবর সম্পত্তি প্রাপ্তির সম্ভবনা। সন্তানের যশ।
- অশুভ গ্রহের প্রভাব থাকলে অখ্যাতি, নিন্দা। এই সব কারণে চন্দ্র হলো বৃষ রাশিতে নবগ্রহ এর গুরুত্বপূর্ণ।
মঙ্গল:
- তামসিক আহার, প্রচন্ড জেদ, দম্ভ এবং ক্রোধ, সাহসী।
- ভাই বোনের সঙ্গে বিরোধ এবং তাদের দ্বারা ক্ষতি হবার সম্ভবনা। স্বাধীনচেতা। শিষ্টাচারের অভাব বলে অপবাদের যন্ত্রনা।
- জুয়া খেলার আগ্রহী এবং লোকসান। সৎ ব্যায় করার চেয়ে অসৎ ব্যায় করার প্রবণতা, দুর্ভোগ, পুরস্কারের অপপ্রয়োগ।
- শরীরে ক্ষতি। দুর্গম জায়গায় ভ্রমণ করার ইচ্ছা এবং বিপদ।
বুধ:
- ধার করা স্বভাব। ধার না করেও যদি টাকা পয়সা পাওয়া যায় তাতেও ক্ষতি নেই মাতৃ স্থানীয় কারো কাছ থেকে।
- পড়াশোনার করার ইচ্ছে প্রবল এবং ভাষা শেখার আগ্রহ। সংসারে সকলের কাছ থেকেই সাহায্য পেতে অসুবিধা হয় না।
- গুরুতর বিষয় চিন্তাভাবনা করতে গিয়ে খেই হারিয়ে যায়। দুশ্চিন্তা সব সময়ের সঙ্গী।
- স্থাবর সম্পত্তি থেকে আয়। বন্ধু ভাগ্য ভালো। বই কিনতে প্রচুর অর্থ ব্যায়। সন্তানভাগ্য ভালো।
আরো পড়ুন: বৃষ রাশিফল 2023
বৃহস্পতি:
- Pleasant Personality, Introvert, গৃহসুখ, সন্তানসুখ, সমুদ্রে বেড়ানোর প্রবণতা, স্বাস্থ্য উদ্ধারের জন্য তীর্থ ভ্রমণ।
- অন্তর্দৃষ্টি এবং সহজাত জ্ঞান বুদ্ধি, বহু আত্মীয় পরিজন, জ্ঞান লাভের জন্য কষ্ট স্বীকার।
শুত্রু:
- বৃষ রাশিতে নবগ্রহ এর অন্যতম গ্রহ হলো শুত্রু। সামাজিকতা রক্ষায় পারদর্শী। অত্যন্ত সদাচারী, মিষ্টভাষী। ওজন বুঝে সন্মান দিয়ে ব্যবহার করেন।
- সবরকম কাজে দক্ষতা। বিলাসী, সৌখিন সুন্দর যানবহনের প্রতি আকর্ষণ। ধাপে ধাপে উন্নতির প্রবণতা, প্রেমিক, ভ্রমণ বিলাসী।
- সকলকে নিয়ে আনন্দে থাকতে চান। Privacy সম্বন্ধে সচেতন। অন্দরমহলে থাকতে ভালোবাসেন।
- পরিবারের সুনাম সম্বন্ধে সর্বদাই সচেতন ও সতর্ক। বাজে লোকের সঙ্গে মেশেন না। পারিবারিক সম্পত্তির বিষয়ে গোলমাল থাকেই।
- Litigation এ জড়িয়ে পড়ার সম্ভাবনা। ধর্মীয় গোঁড়ামির জন্য নিন্দা। সুনাম অর্জনে বাধা।
শনি:
- বৃষ রাশির শনির সব থেকে মূল্যবান বিষয় হলো এই রাশিতে শনি বা মৃত্যুর দেবতা চরম নিষ্ঠা এবং তপস্যার বলের কাছে মাথা নত করেছিলেন। সাবিত্রীর তপস্যা বলে যমরাজকে সত্যবানের জীবনে ফিরিয়ে দিতে হয়েছিল। তাই এই রাশিটির মধ্যে প্রাণ দেবার ক্ষমতা লুকিয়ে আছে। যমরাজ এখানে পরাভূত, অত্যন্ত ন্যায়নিষ্ঠ এবং সহানুভূতিশীল।
- ভাব বিচারে ও দেখা যাচ্ছে বৃষ রাশির নবম এবং দশম পতি শনি। সুতরাং শনি এখানে সব দিক দিয়েই শুভ।
রাহু:
- প্রচন্ড জেদ, দুর্দান্ত স্বভাব। ক্ষমতার লোভে সর্বগ্রাসী। অশিষ্ট এবং লাজুক ভাবে নিজের ঢাক পেটানো।
- যেমন অর্থাগম তেমনই অর্থব্যয়। অর্থের জন্য ভবঘুরে জীবন। পারিবারিক অশান্তি, জুয়া খেলা, বিকৃত কামনা লালসার দাস।
- অশান্তির জন্য সংসার ত্যাগ। অস্থিরমতির জন্য দুর্ভোগ।
কেতু:
- নিস্তেজ, অন্তলীন হয়ে থাকা। বাহুল্য বর্জিত আচার আচরণ। সাফল্যে বাধা।
- Shy, অসুখী দাম্পত্য জীবন – Isolated from the family, প্রবাসী। Subdued ego, Negative approach.
Author Bio
Soahamparivar
Being the best and famous astrologer and vastu shastra consultant in Kolkata, Mr. Bhattacharyya gives accurate horoscope reading, perfect astrological remedies, and on-time solutions.