Astrology, Rashi, Zodiac

মকর রাশিতে নবগ্রহ এর কেমন প্রভাব? জানুন নবগ্রহের প্রকৃতি ও কার্যকারিতা

মকর রাশিতে নবগ্রহ এর কেমন প্রভাব? জানুন নবগ্রহের প্রকৃতি ও কার্যকারিতা

Capricorn Horoscope 2023
মকর রাশিতে নবগ্রহ

মকর রাশিতে নবগ্রহ

মকর রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা

জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের কথা উল্লেখ আছে। প্রত্যেক গ্রহের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। কিন্তু এই বৈশিষ্ট্য বা গুন্ কোন সময় প্রকাশ পাবে তা নির্ভর করে রাশির অবস্থানের উপর। এখন মকর রাশিতে নবগ্রহ এর কারকতা কিরূপ হবে তা জেনে নেওয়া যাক:

রবি:

  • প্রচন্ড পরিশ্রমী। Careerist, কঞ্জুস প্রকৃতির। কর্মে দক্ষতা এবং নির্ভুল ভাবে কাজ করার সতর্কতা, পরিশ্রমের বিনিময়ে উপার্জন বাড়ানোর প্রচেষ্টা।
  • নৈরাশ্য, বন্ধু ভাগ্য ভালো নয় আত্মবিশ্বাসী। প্রতিষ্ঠাবানের সঙ্গলাভ; আধ্যাত্মিকতা, এবং সেইপথে চলার প্রয়াস, ইন্দ্রিয় পরায়ণতার জন্য অবাঞ্চিত বিষয়ে জড়িয়ে পরা।

চন্দ্র:

  • লোকভয়, মিতব্যয়ী, দুর্বল পুরুষাকার। বিদেশে বসবাস। সংসারে অশান্তি। নিম্নগামী মন।
  • সন্তান থেকে দুঃখ। বিদেশে বা তীর্থস্থানে মৃত্যুর সম্ভাবনা।
  • কর্মক্ষেত্রে অনেকের অপ্রিয় এবং অসহযোগিতার সম্মুখীন হওয়া। বিদেশেই প্রকৃত বন্ধু লাভ।

আরো পড়ুন: মকর রাশিফল 2023

মঙ্গল:

  • তেজি মনোভাব। দায়িত্বশীল, aggressive attitude, দুঃসাহসী। বিদেশ ভ্রমণে অর্থ ব্যায়।
  • দীর্ঘায়ু, আত্মীয়দের বিষয়ে উদাসীন, ভালোবাসার অভাব। পারিবারিক অশান্তি। নিজের চেষ্টায় উন্নতি।
  • দুঃস্থ-বিপদগ্রস্থ ব্যাক্তিদের দিকে সাহায্যের হাত বাড়ানোর এবং বন্ধুত্ব লাভ।

বুধ:

  • বুদ্ধিমান, হিসেবী। অত্যান্ত practical, অন্তর্মুখী স্বভাব।
  • শ্রবণা নক্ষত্রের সঙ্গে যোগ থাকলে সংগীত শিল্পে অনুরাগ।গোপন প্রেম।
  • কাজের মধ্যে থেকে আনন্দ লাভ, অভিজাত বন্ধু, কিন্তু বিপদের সময়ে তাদের দেখা যায় না।
  • বিদেশে গেলে অন্যের সাহায্যে উন্নতি এবং অর্থলাভ।

বৃহস্পতি:

  • শেষ জীবন ভালোই কাটে। Well Connected, Practical minded এবং রাজনীতির Source এ ব্যাক্তিগত সুবিধা আদায়ে পারদর্শী।

শুক্র:

  • উচ্চাভিলাষী। সামাজিক প্রতিষ্ঠা লাভে বিশেষ ভাবে সচেষ্ট।
  • স্ত্রী ভাগ্য বা স্বামী ভাগ্য ভালো। পরিশ্রমী এবং জীবনে প্রতিষ্ঠিত।
  • বিদেশে চাকরি করার ইচ্ছা। প্রণয়ঘটিত ব্যাপারে জড়িয়ে থাকা।

শনি:

  • শনি হলো মকর রাশিতে নবগ্রহ এর গুরুত্বপূর্ণ একটি গ্রহ। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি।
  • আত্মকেন্দ্রিক। অনেক উচ্চাশা। নিজের পরিশ্রমে ভাগ্য গড়ার চেষ্টা। সুখ এবং দুঃখ দুইই জীবনের অঙ্গ বলে মেনে নিতে পারেন।
  • স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসেন। বাস্তবমুখী চিন্তা ধারা। মোটামুটি ভাবে জীবনে প্রতিষ্ঠিত।
  • সাংসারিক জীবনে অশান্তি। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। সন্তানদের উপযুক্ত ভাবে মানুষ করতে পারেন না।
  • শেষ জীবনে তাদের সাহায্যে বিশেষ পান না। বড় নিঃসঙ্গ হয়ে যান।

রাহু:

  • মকর রাশিতে নবগ্রহ এর অন্যতম রাহু। অত্যন্ত চঞ্চল প্রকৃতির।
  • জোর যার মুলুক তার এই মনোভাব। পরিশ্রম করতে নারাজ। ছন্নছাড়া Vagabond এর জীবন।
  • আত্মীয়স্বজন থেকে মনোকষ্ট। ভোগের প্রবল বাসনা। অসংযমী ইন্দ্রিয় পরায়ণ, স্বার্থপর, বিশ্বাসযোগত্যার অভাব।

কেতু:

  • অত্যন্ত অলস। গোপন স্বভাব। Occult Science এ বিশেষ কৌতহলী।
  • লেগে থাকতে পারলে যোগ সিদ্ধি মিলে যেতে পারে। ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরের জগতের অনুসন্ধান।
  • সাংসারিক সুখের বাধা। বিদেশ ভ্রমণে বিপদ। অকাজ-কুকাজ করার প্রবৃত্তি। অপবাদ, বন্ধু বিচ্ছেদ।

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM