চুনি (Ruby) ধারণের বিধি এবং রোগের উপর চুনির প্রভাব
যদি সূর্য প্রভাবিত ব্যাক্তি, অথবা সিংহ লগ্নযুক্ত কিংবা যার জন্মপত্রিকায় সূর্য বাধাকারক হয়ে স্থিত আছে অথবা সন্তান নাশ, বিষম জ্বর, নানা প্রকার ব্যাধি হয়, তাহলে চুনি ধারণের বিধি মেনে ধারণ করা কর্তব্য | এতে সর্বপ্রকার বাধা দূর হয় |
রুবি ধারণের নিয়ম তবে যতক্ষন পৰ্যন্ত কোনো প্রতিকার বা রত্ন তার সম্বন্ধিত গ্রহের প্রাণ প্রতিষ্টা না করা হয়, ততক্ষন পৰ্যন্ত সেই রত্ন প্রভাব বিস্তার করতে পারে না | সে জন্য যে ব্যাক্তি মানিক বা চুনী ধারণ করবে, তাকে রুবি ধারণের নিয়ম গুলি বেশ সাবধানের সাথে বিচার করে পালন করতে হবে |
চুনি ধারণের বিধি:
১|পুষ্যানক্ষত্রযুক্ত রবিবারে বা শুধু রবিবারে কৃত্তিকা, উত্তরফাল্গুনী বা উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রাতে ৬ টার মধ্যে আংটি ধারণ করা কর্তব্য |
২| সোনা, তামা ব্যাতিত অন্য ধাতুর সাথে মানিক ব্যবহার নিষিদ্ধ |
৩| আংটিতে মানিক এমন ভাবে রাখতে হবে, যেন দেহ স্পর্শ করে থাকে |
৪| মানিকের আংটি ডান হাতের অনামিকা অঙ্গুলিতে ধারণ করতে হবে|
৫| আংটি সূর্যের ষোড়শ উপাচারে পূজা করে সূর্য মন্ত্রে অভিষকে করবে|
যথা
“অকৃষ্ণেন রজসা বর্তমানো নিবেশয়ন্ন মৃত্যঞ্চ |
হিরণ্যয়েন সবিতা রথেনা দেবো যাতি ভুবানানী পশ্যন ||”
“উপরোক্ত সূর্য মন্ত্র ১০৮ বার জপ করে, ব্রাহ্মণের দ্বারা নিম্ন মন্ত্রে আংটি বা কবচ যোগমানের নাম অভিষেক করবে |
মন্ত্র – ” ওঁ হ্রিং হংসঃ সূর্য্যায় নমঃ|”
এরপর রত্নে সূর্যের প্রাণ প্রতিষ্টা করবে | এইবার আংটি ধারণ করে হোম করবে | তারপর সূর্যাসন, সূর্য মূর্তি অথবা অন্য একটি ছোট মানিক আংটি ব্রাহ্মণকে দান করবে | এইভাবে চুনি রত্ন শোধন করে ধারণ করলে, ধারণীয় রুবির উপকারিতা খুবই কার্যকরী হবে |
জেনে নেওয়া যাক কোন জাতক জাতিকারা রুবি ধারণ করবে |
রোগ প্রতিকারে মানিক বা চুনীর ব্যবহার
জ্যোতিষ শাস্ত্রে রুবির গুরুত্ব অপরিসীম | বিশেষ কয়েকটি রোগে চুনি পাথরের উপকারিতা নিন্মে বর্ণনা করা হলো:
- রক্তবিকার রোগ হলে মানিক ভস্ম সেবনে আশাতীত ফল লাভ হয় |
- যদি রক্ত পায়খানা হতে থাকে, তাহলে মানিক ধোয়া জল খাওয়ালে খুব উপকার হয় |
- গ্রহণ, অতিসার প্রভৃতি রোগে বুড়ো আঙুলে চুনি বেঁধে রাখলে উপকার হয় |
- অজীর্ণ রোগে রুবি ধোয়া জল বিশেষ উপকার হয় |
- নপুংসকতা ও রক্তার্শ রোগে মানিক ভস্ম অত্যান্ত উপকারী |
- মানিক ঘরে রাখলে তার রশ্মিতে কীটাণু নাশ হয় এবং আবহাওয়া বিশুদ্ব থাকে |