জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন জাতক জাতিকাদের জন্য পোখরাজ স্টোন ধারণ শুভ?
জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন জাতক জাতিকাদের জন্য পোখরাজ স্টোন ধারণ শুভ? বৃহস্পতি দুর্বল থাকলেই কি পোখরাজ ধারণ আবশ্যক?
পোখরাজ নবরত্নের অন্যতম। পোখরাজ পাথরটি বৃহস্পতি গ্রহ প্রতিনিধিত্ব করেন। বৃহস্পতিগ্রহ গুরু গ্রহ নাম পরিচিত। যে জাতক গুরু অর্থাৎ বৃহস্পতি দ্বারা পরিচালিত, অথবা যার জন্মপত্রিকায় বৃহস্পতি প্রধান, তাকে পোখরাজ স্টোন ধারণ করতে হয়।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরু বৃহস্পতিকে সম্পদ, জ্ঞান, শিক্ষা, সুখ-সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। যে সব ব্যাক্তির কুন্ডলীতে বৃহষ্পতি গ্রহের দোষ থাকে তাদের পোখরাজ ধারণ করতে বলা হয়।কিন্তু এই পাথরটি বিশেষ বিশেষ রাশির ব্যাক্তির জন্য শুভ হয়। সব রাশির ব্যাক্তিদের এটি ধারণ করলেই যে কাজ হবে তা নয়। এখন প্রশ্ন হলো কোন রাশির জাতক জাতিকার জন্য পোখরাজ শুভ?
আসুন জেনে নেওয়া যাক পোখরাজ স্টোন কাদের জন্য শুভ-
এ ছাড়া নিম্নলিখিত অবস্থাতেও পোখরাজ স্টোন ধারণ অবশ্য কর্তব্য। যথা –
১। ধনু ও মীন লগ্নের জাতক অবশ্যই এই রত্ন ধারণ করবে।
২। জন্মকুণ্ডলীতে বৃহস্পতি পঞ্চম,ষষ্ঠ, অষ্টম বা দাদ্বশ স্থানে থাকলে পোখরাজ স্টোন ধারণ কর্তব্য।
৩। যদি বৃহস্পতি মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক, তুলা, কুম্ভ এবং মকর রাশিতে স্থিত থাকে পোখরাজ ধারণ কর্তব্য।
৪। যদি মকর রাশিতে বৃহস্পতি থাকে পোখরাজ ধারণ কর্তব্য।
৫। যদি বৃহস্পতি ধনাধিপতি হয়ে নবমে, চতুর্থ স্থানের অধিপতি হয়ে একাদশ স্থানে, সপ্তম অধিপতি হয়ে দ্বিতীয় ভাবে, ভাগ্যাধিপতি হয়ে চতুর্থ ভাবে, রাজা হয়ে পঞ্চম ভাবে স্থিত থাকেন তাহলে পোখরাজ ধারণ কর্তব্য।
৬। বৃহস্পতি যদি উত্তম ভাবে থাকে এবং ষষ্ঠ বা অষ্টম স্থানে থাকে তাহলে পোখরাজ ধারণ অবশ্যই কর্তব্য।
৭। যে কোনো গ্রহের মহাদশায় যদি বৃহস্পতি অন্তর্দশা চলে, তবে পোখরাজ ধারণ কর্তব্য।
৮। যদি কন্যার বিবাহ না হয়, অথবা বিবাহে অনাবশ্যক দেরি হয়, তাহলে পোখরাজ ধারণ করুন।
৯। পোখরাজ ধারণে পাপাদি বিচার, দুর্বলতা দেখা দেয়, শুভ কার্যে ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ জন্মে, চিত্ত শান্ত হয় ।
১০। যদি চন্দ্র ধনাধিপতি হয়ে সপ্তম ভাবে, পঞ্চম স্থানে থেকে একাদশ ভাবে, সপ্তমে থেকে দ্বাদশ ভাবে, নবম স্থানে থেকে দ্বিতীয় ভাবে, দশম স্থানে থেকে তৃতীয় ভাবে এবং একাদশ স্থানে থেকে চতুর্থ ভাবে বসে থাকেন তাহলে মুক্তা ধারণ অবশ্যই কর্তব্য।
পোখরাজ পাথর চেনার উপায়:
আজকাল যে রত্ন পাওয়া যায় তা আসল বা নকল আলাদা করা খুবই মুশকিল। তাহলে প্রশ্ন হল এই রত্ন পাথর কী করে চিনবেন, কোনটা আসল আর কোনটা নকল? এর সঠিক উত্তর দিতে পারবেন একজন রত্নবিশেষজ্ঞ(gemologist)। আসুন আজ জেনে নেওয়া যাক খাঁটি পোখরাজ পাথর চেনার সহজ উপায়।
- সাদা কাপড়ে এটিকে রেখে সূর্যের আলোয় ধরলে কিছুক্ষণ পর কাপড়ের ওপর আভা দেখা যায়।
- কাঁচা দুধে চব্বিশ ঘন্টা রেখে দিলেও এর উজ্জ্বলতা হ্রাস পায় না।
##রত্ন ধারণের পূর্বে কলকাতার সেরা জ্যোতিষীর পরামর্শ নিন।
আরও পড়ুন: মেষ রাশিফল 2023, বৃষ রাশিফল 2023 …..