কোন রঙের পোশাক পড়লে বদলে যাবে আপনার ভাগ্য? গ্রহ রত্নের বিকল্প ব্যবস্থা হিসাবে পোশাকের রং কতটা কার্যকরী ?

জ্যোতিষশাস্ত্র মতে , জীবনে রঙের প্রভাবের কারণে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয় | রাশি অনুযায়ী কোন রঙের পোশাক পড়লে বদলে যাবে আপনার ভাগ্য |

মানব জীবনের সার্বিক সফলতার জন্য রঙের গুরুত্ব অপরিসীম | প্রত্যেক মানুষের এক বা একাধিক রং প্রিয় হয় |

অনেকই এমন রয়েছেন যাদের আবার কয়েকটি নিদির্ষ্ট রঙের পোশাকের প্রতি আলাদা রকমের ভালোলাগা আছে |

বহুদিন ধরে জ্যোতিষ চর্চা করার অভিজ্ঞতা থেকে বলছি, রং মিলিয়ে কাজ করলে বহু ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় খুবই সহজে | দ্বাদশ রাশিচক্রের ক্ষেত্রে প্রতিটি রাশির নিজস্ব রং আছে ,যা নির্দিষ্ট জাতক জাতিকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে |

দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, রাশি অনুযায়ী একটি বিশেষ রঙের পোশাক পড়লে সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গে থাকবে ও আপনার কাজে সফলতা প্রদান করবে | এখন দেখে নেওয়া যাক, কোন রঙের পোশাক পড়লে বদলে যাবে আপনার ভাগ্য?

কোন রঙের পোশাক পড়লে বদলে যাবে আপনার ভাগ্য

আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক , রাশি অনুযায়ী কোন রঙের পোশাক পড়লে বদলে যাবে আপনার ভাগ্য | 

 

মেষ রাশি

রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি | আগুনের ঘর, আগুনের ফুলকির মতন জ্বলে ওঠে আবার নিভেও যায় | অগ্নির তাপের সঙ্গে থাকে ক্রোধের সম্পর্ক | এই অগ্নিদ্যোতক চলরাশির জাতকেরা ক্রোধ দগ্ধ করে জ্বলে ওঠে কিন্তু, অল্প সময়ের মধ্যে নিভেও যায় | কখনো কখনো এই জ্বলে ওঠা ও নিভে যাওয়ার মধ্যে consistency র অভাব দেখে যায় |

এই রাশির যেসকল জাতক জাতিকাদের এই ধারাবাহিকতার অভাব দেখা যায় | দৈনন্দিন জীবন যাত্রায় তীব্র সমস্যার সম্মুখীন হতে হয় |

প্রতিকার :

দৈনন্দিন জীবন যাত্রায় সাদা ও লাল রঙের প্রভাব বাড়ালে ধীরে ধীরে সফলতার মুখ খুলতে থাকবে |

বৃষ রাশি

বৃষরাশি স্থির, মন্থর ও নিজের কাজে অটল | শিবের বাহন বৃষকেই মনে করা হয়েছে |

বৃষের one track mind set up, শত বাধা সামনে এলেও সংকল্প থেকে একেবারেই পিছপা হয় না | এগিয়ে চলার মানসিকতা আছে |

নিজস্ব ব্যাক্তিত্বকে প্রতিষ্ঠা করতে এরা সর্বদাই আগ্রহী |

প্রতিকার:

এই পৃথ্বী রাশির জাতক জাতিকাদের বিষন্নতা কাটিয়ে energy পুনরুদ্ধার করতে সবুজ , গোলাপি ও হলুদ রঙের সহায়তা নেওয়া দরকার |

মিথুন রাশি

দ্বৈতভাবাপন্ন বায়ু প্রধান,ও বুধের স্বক্ষেত্র হলো মিথুন রাশি |

আপাত দৃষ্টিতে প্রতীক হিসাবে একটি পুরুষ ও স্ত্রীর মিলন মূর্তি, আধ্যাত্বিক দৃষ্টিতে পুরুষ ও প্রকৃতির মিলন ক্ষেত্র |

পুরুষ ও প্রকৃতি অবিচ্ছেদ্য ও একে অন্যের পরিপূরক, একটি ছাড়া অন্যটি অচল |

এই রাশির জাতক জাতিকারা প্রতিনিয়ত পরিবর্তনশীল ও অস্থির |

প্রতিকার :

প্রতিনিয়ত পরিবর্তনশীল এই রাশির জাতক জাতিকাদের অস্থিরতা কাটিয়ে জীবনকে গতিময় ও বৃদ্ধিশীল করতে সবুজ, সাদা ও নীল রঙের সাথে নিজেকে সম্পৃক্ত করা উচিত |

কর্কট রাশি

জলপ্রধান চরমভাবাপন্ন কর্কটরাশি | এই রাশির জাতক জাতিকারা সংবেদনশীল ও আত্মকেন্দ্রিক হয়ে থাকেন |

জলের ধর্ম হলো নিম্নমুখী | জল নিজের সীমা পার করে যেতে পারে না, বাধা পেলে দিক পরিবর্তন করে |

কর্কট রাশির জাতক জাতিকারা চরম প্রশান্তির মধ্যেও তার অন্তর্নিহিত শক্তির নিম্নগামিতা উপলব্ধি করে |

প্রতিকার :

অন্তর্মুখী এই রাশির জাতক জাতিকাদের বিষন্নতা কাটিয়ে সৌভাগ্যের দিকে অগ্রসর হতে, অবশ্যই গোলাপী, ঝক ঝকে সাদা ও নীল রঙের পোশাক পরা উচিত |

সিংহ রাশি

রবি গ্রহের জাতক হলো এই সিংহ রাশি | অগ্নি গৃহ বলে স্থির নিস্কম্প প্রদীপের শিখাকেই মনে করিয়ে দেয় |

এই রাশির জাতক জাতিকাদের ওপর রবির প্রভাব বিশেষ ভাবে কার্যকরী | স্থির বিশ্বাস তার শেষ কথা |

প্রতিকার :

রাজকীয় , সাহসী ও আত্মমর্যাদা যুক্ত এই রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্যা সমাধানে, সবুজ, লাল ও হলুদ রঙের সাহচর্য নেওয়া উচিত |

কন্যা রাশি

দ্বৈতভাবাপন্ন কন্যা রাশির প্রতীক চিহ্ন হলো কুমারী কন্যা ও দ্বীপ | শস্য কৃষিজাত দ্রব্যের ইঙ্গিত বহন করে , যার বীজ বপন করা হবে |

কুমারী কন্যার নিষ্পাপ vergin land যা বীজ বপনের অপেক্ষায় রয়েছে | জীবন সমুদ্রে দিক নির্ণয়ের জন্য তার হাতে থাকে আলো |

মিথুন রাশির সাথে তার বহু গুন্ ও চঞ্চলতার মিল থাকলেও বাহিরে তার প্রকাশ থাকে না |

প্রতিকার :

পৃথী রাশি কন্যার ব্যক্তিত্ব প্রকাশে যদি বাধার সঞ্চার হয় , তবে তার নিরসনে ঝক ঝকে (glossy) সাদা, হলুদ ও লাল রঙের দিনদিন জীবনে বাড়ানো উচিত |

তুলা রাশি

রাজসিক শুক্র গ্রহের জাতক হলো এই তুলা রাশি |

বায়ুপ্রধান চরমভাবাপন্ন তুলা রাশির জাতক জাতিকারা চরম বিশৃঙ্খলার মধ্যেও বুদ্ধি বিবেচনার দ্বারা কাজ হাসিল করতে পটু |

Public relation গড়ে তোলা ও ভোগ বিলাসের দিকে ঝোক রয়েছে এই রাশির ব্যাক্তিদের | এই রাশির জাতক জাতিকারা ভদ্র, সভ্য ও মানবিক স্বভাবের |

প্রতিকার :

এই রাশির জাতক জাতিকাদের যুক্তিবোধের অভাবে জীবনে সর্ব ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় |

বোধ বুদ্ধি ও যুক্তি বোধ বাড়াতে এই রাশির লোকদের লাল, নীল ও সাদা রঙের পোশাক ভীষণ ভাবে সাহায্য করে থাকে |

বৃশ্চিক রাশি

জলপ্রধান বৃশ্চিকের স্থির জলের ভাবনা কূপের জলের মধ্যে পাওয়া যায় |

এই রাশির জাতক জাতিকারা স্বাধীনপ্রিয় ও দূরদর্শী হলেও নিজের পরিবেশের মধ্যে আবিষ্ট হয়ে লক্ষ্য স্থির করে নেয় | তারপর ধীরে ধীরে লক্ষ্যর দিকে এগিয়ে যায় |

এদের জীবনে আবেগের মধ্যেও একটা রহস্যময়তা থাকে |

প্রতিকার:

জল রাশি বৃশ্চিকের জাতক জাতিকাদের আবেগ ও ব্যক্তিত্ব প্রকাশে প্রায়শই বাদাহ প্রাপ্ত হতে হয় |

এর থেকে নিস্তার পেতে বা সামগ্রিক ভাবে ভাগ্গ্যের সহায়তা লাভ করতে নীল, হলুদ ও সবুজ রঙের ব্যবহার বাড়ানো উচিত |

ধনু রাশি

ধনুরাশি অগ্নিদ্যোতক দ্বৈতভাবাপন্ন হলেও এদের কিন্তু আত্মকেন্দ্রিকতার অভাব থেকে থাকে |

এই রাশির জাতকেরা দ্বিধা, দ্বন্ধ,সংশয় থেকে মুক্ত | সূর্য কিরণের উদ্ভাসিত দিনের আলোর মতোই সবকিছুই positive| একাগ্র চিত্তে লক্ষ্যভেদ করার অদম্য ইচ্ছা শক্তি থাকে |

প্রতিকার:

বহুবিধ গুনের অধিকারী হয়ে সত্ত্বেও এই অগ্নি রাশির লোকেরা সাধারণত বাস্তব বুদ্ধি প্রয়োগ করতে ব্যর্থ হন | এই রাশির জাতক জাতিকাদের ঠান্ডা মাথা এবং বাস্তব পরিস্থিতি করায়ত্ত করতে নীল, লাল এবং গাঢ় গোলাপি রঙের পোশাক ব্যবহার করা উচিত |

মকর রাশি

মকর রাশির অধিপতি গ্রহ শনি |

এই রাশির জাতকেরা কঠিন সংগ্রামের মধ্যেও ধৈর্য, শ্রম ও কষ্ট সহ্য করে নিজের যোগ্যতা প্রমান করে | অধ্যাবসায়, কর্মদক্ষতার দ্বারা এরা অসাধ্য সাধন করে | পরোপকার ও নিস্বার্থ সেবা হলো পরম ধর্ম |

প্রতিকার :

পোশাকের ব্যাপারে এদের কোনো বাছ বিচার নেই | তবে এদের ক্ষেত্রে হলুদ রং একেবারেই Neutral Role play করে |

এদের জন্যে যেকোনো Dark Colour ভাগ্যন্নোতিতে সহায়তা করবে | তুঁতে নীল, বেগুনি, খাকি এবং চড়া গোলাপি রঙের ব্যবহার ভাগ্যন্নোতিতে সদর্থক ভূমিকা পালন করবে |

কুম্ভ রাশি

বায়ুপ্রধান স্থিররাশি | কুম্ভের প্রতীক হলো ঘট | এই ঘট দেহঘটের পঞ্চবায়ুর ইঙ্গিত বাহক |

এই রাশির জাতকেরা নিজের ইচ্ছামতো কাজ করলেও পরোপকারী, সংবেদনশীল, মানবপ্রেমী | অবাস্তবতার কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনে আগত সাফল্যে বাধা আসে |

প্রতিকার :

মানুষের উন্নতির জন্যে এই রাশির জাতক জাতিকারা প্রচুর আত্মত্যাগ করতে পারে |

এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতির জন্যে লাল, সবুজ ও সাদা রঙের পোশাকের প্রতি প্রাধান্য দেওয়া উচিত |

মীন রাশি

মীন রাশি জলপ্রধান রাশি তবে দ্বৈতভাব বিদ্যমান | সমুদ্র তরঙ্গের উদ্বেলিত জলধারা ও প্রকৃতির প্রভাব রয়েছে |

এই রাশির জাতক উদার, সৎ ও ধার্মিক | মানসিক অস্থিরতার কারণে প্রতিভা এদের বিকশিত হয় না | অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজে বিপদে পড়ে|

প্রতিকার :

এই রাশির জাতকের প্রধান সমস্যা হলো সিদ্ধান্ত হীনতায় ভোগা |

এই ধরণের সমস্যা থেকে নিষ্কৃতি পেতে লাল ও সবুজ রঙের ব্যবহার দৈনন্দিন জীবনে বেশি মাত্রায় করা উচিত |

#এই প্রতিবেদন সার্বিক গণনার ভিত্তিতে করা | ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে |

author-avatar

About Soahamparivar

Being the best and famous astrologer and vastu shastra consultant in Kolkata, Mr. Bhattacharyya gives accurate horoscope reading, perfect astrological remedies, and on-time solutions.