নতুন বছর নতুন আশা ,স্বপ্ন ,সাফল্য নিয়ে শুরু হয় |
প্রত্যেক বাবা -মায়েদের তার সন্তানের সাফল্য নিয়ে প্রত্যাশা থাকে| তার সন্তান জীবনের উন্নতির শিখরে যাতে পৌঁছায় সব বাবা-মা-ই চায় |
সাধারণত সন্তানের বিদ্যাভাগ্যের উপর তার ক্যারিয়ার নির্ভর করে |
জ্যোতিষীদের মতে, বিভিন্ন গ্রহের অবস্থান ,তাদের গোচর গুলিকে পর্যবেক্ষন করে তাদের উপর নির্ভর করে বিদ্যাভাগ্য গণনা করা হয় বার্ষিক রাশিফল বিচারের ক্ষেত্রে | প্রতিটি রাশির ক্ষেত্রে এটি ভিন্ন রকম হয় কারণ প্রতিটি রাশির ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান ভিন্ন হয় |
আজ আমাদের আলোচ্য বিষয় — নতুন বছরে কোন রাশির জাতক -জাতিকার বিদ্যাভাগ্য কেমন হবে?
জোতিষশাস্ত্র মতে কি করলে সহজ উপায়ে আপনার সন্তানের বিদ্যাভাগ্য ভালো করতে পারবেন ?
তবে একটা কথা মাথায় রাখবেন, ব্যক্তিবিশেষের নিজস্ব জন্ম ছকের ওপর নির্ভর করে প্রকৃত ভবিষ্যৎ, তাই নিম্নলিখিত প্রতিকার সকলের জন্যে খুব উপকারী নাও হতে পারে |
মেষ রাশি
এবছর বিদ্যার্থীদের বিদ্যাভাগ্য শুভ | কারণ গ্রহের গোচরে শনি মকরে অর্থাৎ দশম ভাবে সক্রিয় থেকে অষ্টম ও দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে | যদিও রাহুর অবস্থানের জন্যে বদ সঙ্গে পরার সম্ভাবনা প্রবল |
প্রতিকার: চন্দ্রের প্রতিকার আবশ্যক , এছাড়াও এমন কাজ করুন যা…
- আপনার মাকে খুশি করবে এবং তার আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন |
বৃষ রাশি
গোচর কালীন রাহুর রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকেরা সারা বছরটাই মানষিক অস্থিরতায় ভুগবে | তবে রাহুর ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবার ফলে এই রাশির জাতক জাতিকারা বিদ্যাভাগ্য চূড়ান্ত ভাবে ভাগ্যয়ের সহায়তা পাবে |
প্রতিকার: রবি গ্রহের প্রতিকার করা আবশ্যক |
- সম্ভব হলে, রবিবার বাবা-মা ছাড়া কারও কাছ থেকে বিনামূল্যে কোনোরূপ উপহার গ্রহণ করবেন না |
মিথুন রাশি
এতদিন মিথুন রাশির লোকেদের প্রাণ ওষ্ঠাগত হলেও, এবছর অনেক ভালো ভালো সুযোগ আসবে | তবে বছরের শুরুতেই রাহুর একাদশ ভাবে অবস্থানের কারণে বন্ধু দ্বারা জীবনে অশান্তি আস্তে পারে |
প্রতিকার: বুধ গ্রহের প্রতিকার আবশ্যক |
- নতুন কাপড় পরার আগে ধুয়ে ফেলুন, তারপর পরিধান করুন |
কর্কট রাশি
কর্কট রাশির যদিও শনির ধাইয়া শুরু হবে এবছর, তবুও বৃহস্পতি নবম ভাবে অবস্থানের জন্যে, এই রাশির জাতকদের খুব একটা অসুবিধে হবে না | ডাক্তারি বা আইন বিদ্যার সাথে যুক্ত ছাত্র ছাত্রীদের জন্যে এটা শুভ সময় |
প্রতিকার: শুক্র গ্রহের প্রতিকার ভীষণ ভাবে প্রয়োজনীয় |
- কখনই না ধোয়া কাপড় পরবেন না, প্রতিদিন পরিষ্কার জামা কাপড় পরিহিত অবশ্য কর্তব্য |
সিংহ রাশি
এই রাশির লোকেদের বছরটা আরম্ভ হচ্ছে নবমে রাহু এবং অষ্টমে গুরু বৃহস্পতির অবস্থানের মধ্যে দিয়ে | ফলে এই রাশির বিদ্যার্থীদের শিক্ষাক্ষেত্রের সফলতা নির্ভর করবে পারিপার্শিক বিষয় বস্তুর ওপর | কারণ গ্রহদের গোচরকালীন অবস্থান | এই রাশির জাতকদের পারিবারিক কলহের কারণে পড়াশোনায় ক্ষতি হবার সম্ভাবনা প্রবল |
প্রতিকার: রাহু এবং মঙ্গলের প্রতিকার করা আবশ্যক |
- প্রতিদিন পাখিদেরকে সাধ্যমতোন কিছু খেতে দিন |
- বাড়িতে পাখিকে খাঁচায় পুষে রাখবেন না |
কন্যা রাশি
এবছর এই রাশির জাতক জাতিকাদের সোনায় সোহাগা | জীবনের সব ক্ষেত্রেই সফলতার মুখ দেখবে, কারণ শনি গ্রহ | শুধুমাত্র বন্ধু নির্বাচনের বিষয়ে সাবধানী পদক্ষেপ নিন | নতুবা মিথ্যা অপবাদের ভাগিদার হলেও হতে পারেন|
প্রতিকার: কেতু ও বৃহস্পতির প্রতিকার আপনার জীবনে অশান্তি দূর করার ক্ষেত্রে প্রবল ভাবে সাহায্য করবে |
- সম্ভব হলে পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ান , তাতে গ্রহজনিত অসুবিধে থেকে মুক্তি পাবেন |
তুলা রাশি
এই রাশির জাতকদের বছরের শুরুতে সপ্তমে রাহুর অবস্থানএর দরুন অতিরিক্ত বন্ধু সাহচার্য্যে অমনোযোগের সৃষ্টি হবে | এর ওপর পঞ্চমে শুক্র ও মঙ্গলের একত্রে অবস্থান বছরের প্রথম দিকে বেশকিছু অবাঞ্চিত অশান্তির সাথে অকারণে জড়িয়ে পড়বেন| যদিও শনির ধাইয়া থেকে আপনার মুক্তি লাভ ঘটবে | তাই একটু বুদ্ধি করে চলুন, উপকার পাবেন |
প্রতিকার: শনির প্রতিকার বিশেষ ভাবে প্রয়োজন |
- প্রয়োজনে অন্ধ মানুষদের সহায়তা করুন, তাতে আপনার চলার পথ মসৃন হবে |
বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের এই বছরে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে, কারণ শনির ধাইয়া শুরু হবে | কেরিয়ারে উন্নতি ঘটবেই , তবে ছদ্ম বেশি বন্ধুদের থেকে সাবধান| টিপ্পনি কাটা থেকে বিরত থাকুন | বৃহস্পতি গোচরে পঞ্চমে থাকায় উন্নতি ঘটবেই |
প্রতিকার: শনি ও কেতু গ্রহের প্রতিকার আবশ্যক|
- সম্ভব হলে গরিব মানুষকে সাধ্য মতন সাহায্য করুন, উপকার পাবেন |
ধনু রাশি
ধনু রাশির গোচরে পঞ্চম স্থানে রাহু এবং তৃতীয়াতে বছরের প্রথমে শনির অবস্থান হেতু এই রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি যোগ দেখা যায় | তবে হঠাৎ মেজাজ হারানোর কারণে মনে অশান্তি সৃষ্টি হতে পারে, সেই কারণে মানসিক অবসাদ আসলেও আস্তে পারে |
প্রতিকার: বৃহস্পতির প্রতিকার করলে খুবই উপকৃত হবে এই রাশির জাতকেরা |
- সম্ভব হলে বাবার ব্যবহৃত কিছু জিনিস ব্যবহার করুন
মকর রাশি
এই রাশির জাতকেরা অনেক বছর পর বিদ্যা ক্ষেত্রে শুভ কাঙ্খিত ফল দেখতে পাবে | শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ কাটিয়ে বছরের শুরুতে তৃতীয় চরণ এর মুখ দেখবে এই রাশির জাতকেরা | বিগত পাঁচ বছরের নরক যন্ত্রনা থেকে মুক্তি পাবে এই রাশির জাতকেরা |
প্রতিকার: রাহু ও মঙ্গলের প্রতিকার করা আবশ্যক |
- সম্ভব হলে মানুষের প্রয়োজনে রক্ত দান করুন, উপকার পাবেন |
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের এ বছর শনির সাড়ে সাতির দ্বিতীয় ভাগ | অন্যান্য ক্ষেত্রে আগের থেকে অনেকাংশে সুফল পেলেও বিদ্যা ক্ষেত্রে সাফল্য পেতে একটু বেশি রকমের কষ্ট করতে হবে | তবে বিফলতার সম্ভাবনা আগের থেকে অনেকাংশে কম হবে | বিদেশে পাঠরত ছাত্র ছাত্রীদের পক্ষে এবছরটা যথেষ্ট উল্লেখযোগ্য হবে |
প্রতিকার: শুক্র গ্রহের প্রতিকার আবশ্যক |
- সম্ভব হলে স্মশান সংলগ্ন গরিব মানুষকে মিষ্টান্ন সেবা দিন | ভালো ফল লাভ করবেন |
মীন রাশি
গ্রহের গোচরকালীন অবস্থানে বৃহস্পতি বছরের শুরুতে মীন রাশিস্থ হওয়ায় , এই রাশির জাতকেরা বৃহস্পতি গ্রহের আশীর্বাদে, মনোসংযোগের বিষয়ে বিশেষ সুবিধা ভোগ করবেন | শনি গ্রহ দ্বাদশ স্থানে অবস্থান করায় স্বাস্থ্য সমস্যার কারণে বিদ্যার্জনে বাধা আস্তে পারে |
প্রতিকার: বুধের প্রতিকার আবশ্যক |
- নব বস্ত্র পরিধানের আগে সাবান জলে ধুয়ে নিন, লাভবান হবেন এই প্রক্রিয়াতে |