Astrology, Zodiac

রাশি চক্র বিচারের সাধারণ নিয়ম

রাশি চক্র বিচারের সাধারণ নিয়ম

রাশি চক্র বিচারের সাধারণ নিয়ম

জ্যোতিষ বিচারে লগ্নের গুরুত্ব সর্বাধিক |

যেসকল ব্যক্তিরা জ্যোতিষ বিষয়ে অত্যুৎসাহী তাদের জন্যে আমাদের এই প্রতিবেদন |

যে রাশির ক্ষেত্রে ‘লং” লেখা রয়েছে আপনার জন্মছকে, সেই রাশিটি হলো আপনার লগ্ন |

রাশি চক্র বিচারের সাধারণ নিয়ম জ্যোতিষ মতে লগ্নকে প্রথম স্থান ধরেই অপরাপর ভাব বা স্থান বিচার করা হয় | এছাড়াও জন্মপত্রিকা বিচারের আরো কিছু বিশেষ ও গুরুত্বপূর্ণ নিয়মাবলী রয়েছে, সেগুলোকে সরলকৃত করে পাঠকদের সুবিধার্তে point wise বর্ণনা করা হলো |

 

রাশি চক্র বিচারের সাধারণ নিয়ম এইগুলি

রাশি চক্র বিচারের সাধারণ নিয়ম এইগুলি

১) যে যে ভাবে ভাবপতি বা নৈসর্গিক শুভ গ্রহ যোগ ,দৃষ্টি বা স্থিতি থাকে, সেই ভাবফল শুভ হইবে |

২) যে যে ভাবে নৈসর্গিক অশুভ গ্রহের ( রবি, মঙ্গল শনি,রাহু, কেতু )যোগ দৃষ্টি বা স্থিতি থাকে, সেই ভাবফল তবে অশুভ হয় | কিন্তু ভাবপতি অশুভ গ্রহ হইলে ফল অশুভ হয় না এবং ওই নৈসর্গিক অশুভ গ্রহ যদি লগ্নিক শুভ হয় ,তবে ফল শুভ হইবে |

৩) ভাব বিচারে সর্বত্রই পূর্ণ, ত্রিপাদ, দ্বিপাদ, একপাদ, দৃষ্টি অনুসারে ফলের স্বল্পতা বা বৃদ্ধি হয়, কিন্তু সর্বদায় পূর্ণদৃষ্টি বিচার্য্য |

৪) নৈসর্গিক শুভ বা অশুভ সকল গ্রহে নীচস্থ বা শত্রুক্ষেত্রগত হইয়া যে ভাবস্থ হয়, সেই ভাবের শুভত্ব হ্রাস পায় |

৫) সমক্ষেত্রগত গ্রহের ফলাফল কখনোই ক্ষতিকারক হয় না |

৬) মিত্রক্ষেত্রগত,স্বক্ষেত্র , মূলত্রিকোণগত , উচ্চক্ষেত্র গ্রহ সময় অনুসারে ক্রমশঃ শুভত্ব বৃদ্ধি করে |

৭) যে ভাবপতি শুভগ্রহ দৃষ্ট বা যুক্ত না হইয়া লগ্ন হইতে অষ্টমস্থ বা অস্তগত (রবির দ্বারা) হইলে সেই ভাবের হানি হয়, তবে ওই ভাবপতি শুভগ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হইলে ততটা হানি হয় না তবে অস্তগতের ব্যাপারে নিয়ম নাস্তি |

৮) ব্যয়স্থানে অর্থাৎ দ্বাদশপতি (12th) যুক্ত শুভগ্রহ থাকিলে ব্যয়ভাবের (ইচ্ছাকৃত খরচ নয় ) বৃদ্ধি না হইয়া খরচ সংকোচন হয় | তবে অশুভ গ্রহের যোগে বা দৃষ্টিতে ব্যয় বৃদ্ধি পায় |

৯) ষষ্ঠস্থানে (6th) নৈসর্গিক শুভগ্রহ বা ষষ্ঠপতি গ্রহের সহিত নৈসর্গিক শুভ গ্রহের দৃষ্টি বা যোগে শত্রু বা রোগের হানি হয় এবং অশুভ গ্রহের জন্য শত্রু বা রোগের বৃদ্ধি হয় | শনি ষষ্ঠে রোগ বৃদ্ধি কারক |

১০) অষ্টম স্থানে (8th) নৈসর্গিক শুভগ্রহ বা অষ্টমপতির সহিত নৈসর্গিক শুভগ্রহের যোগে বা দৃষ্টিতে আয়ু বৃদ্ধি হয় এবং অশুভ গ্রহের জন্য আয়ুর হানি হয় | তবে শনি থাকিলে বিলম্বে মৃত্যু হয় |

১১) যে যে ভাবপতি লগ্ন হইতে দু :স্থানগত (6th |8th |12th )হয় সেই ভাবফলের হানি হয় | দু:স্থানপতি (6th |8th |12th)গ্রহ যে ভাবগত হয় ,সেই সেই ভাবফলের হানি হয় |

১৩) দু:স্থান ভাবস্থ গ্রহ যদি তুঙ্গ,মূলত্রিকোন, স্বক্ষেত্র বা বর্গবলে বলি হয় তবে শুভাশুভ মিশ্রিত ফল হইবে |

১৪) কাহারও মতে ষষ্ট ভাবস্থ (6th) নৈসর্গিক শুভগ্রহ শত্রুনাশ করলেও রোগদায়ক হয় ,এবং সেই রোগ গ্রহের চরিত্র অনুযায়ী হইবে |

১৫) স্ত্রী জাতিকার মঙ্গল (১-৪-৭-৮-১২) ভাবস্থিত হইলে ভৌমদোষ হয় | মঙ্গলের উপর যদি বৃহস্পতি , সনির দৃষ্টি থাকে তবে বৈধব্য দোষ দেরিতে হয় |

১৬) শনি, রবি, রাহু ও দ্বাদশপতির(12th ) বিচ্ছেদমূলক প্রভাব থাকে |ইহারা জন্মকালীন যে রাশিতে থাকে সেই রাশিপতিও বিচ্ছেদমূলক প্রভাব সৃষ্টি হয় |

১৭) জন্মপত্রিকা বিচারে লগ্ন হইতে ভাববিচার করা হয় |তেমনি রবি ও চন্দ্রকে লগ্ন ধরিয়া ভাববিচার করা যায় | তিনপ্রকার বিচারে যদি একই ফল পাওয়া যায় তবে ইহা positive হইবে অন্যথায় ফলের সম্ভবনা মাত্র | এই তিন প্রকার বিচারকে সুদর্শন বিচার বলে |

১৮) যে কোনো জন্মপত্রিকা বিচারে লগ্নের বলবত্তায় পত্রিকার বলবত্তা |লগ্ন দুর্বল হইলে রাজযোগাদি শুভ ফল দিতে পারে না |

১৯) লগ্ন পঞ্চম \নবম\চতুর্থ \সপ্তম\দশম ভাবেদের (১-৫-৯-৪-৭-১০) পারস্পরিক সম্পর্ক সর্বদা শুভ ফল দানকরে |

২০) লগ্ন দ্বিতীয়\চতুর্থ\পঞ্চম\সপ্তম\নবম\দশম (১-২-৪-৫-৭-৯-১০) ইহাদের ভাবপতি যদি নীচস্থ হইয়া নীচভঙ্গ অবস্থায় থাকে তবে ওই গ্রহ একা রাজযোগ কারক হয় |ওই গ্রহ যদি নৈসর্গিক শুভগ্রহ হয় তবে ফল অত্যন্ত শুভপ্রদ হয় (পরাশর মতে) |

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM