Astrology, Nakshatra

অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের কারকতা

অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের কারকতা

অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের কারকতা

অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী এরা সকলেই  বুধের নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য |  গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও  সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |

karakta-of-ashlesha-jyeshta-revati-nakshatra

বুধ

রূপবান, বক্তা, রজোগুণসম্পন্ন নৈসর্গিক শুভ গ্রহ | বুধ ব্যবসায়ী, যুক্তিবাদী , পন্ডিত , সাংবাদিক, সুলেখক | বুধ গণিত , কাব্য ,বাক্য, সাহিত্য, ইন্দ্রজাল, কাকা, মামা, ইত্যাদির কারক | দেহের মধ্যে জিভ , ত্বক , পিত্ত , শরীরের নিচের অংশ বুধের অধিকারে |

 

অশ্লেষা (Aaslesa)

অবস্থানকর্কটের ১৬ ডিগ্রী ৪০ মিনিট হইতে ৩০ ডিগ্রী পর্যন্ত বিস্তার |

অধিপতিচন্দ্র |

দেবতাবুধ |

প্রতীককুন্ডলীকৃত সর্প |

কারকতাসাপের প্রকৃতির মতো লুকিয়ে থাকা , বেষ্টন করা , আলিঙ্গন করা , গোপনে সঙ্গম করাপ্রভৃতি এই নক্ষত্রের কারকতা |সাপের কুটিল প্রকৃতি ,খলস্বভাব ,বিষের তীব্র জ্বালা যন্ত্রনা প্রভৃতি |কেতুর জন্মনক্ষত্র |চন্দ্র অশ্লেষা  নক্ষত্রে বড়ই  দোষযুক্ত হয় |লগ্নে থাকিলে খল প্রকৃতি হওয়ার সম্ভবনা |তারা গোপনে কাজ করতে ভালোবাসেন তাদের কথায়

 

জ্যেষ্ঠা (Jeystha)

অবস্থানবৃশ্চিকের ১৬ ডিগ্রী ৪০ মিনিট হইতে ৩০ ডিগ্রী পর্যন্ত |

অধিপতিমঙ্গল |

দেবতাইন্দ্র বা দেবরাজ |

প্রতীকগোল অলঙ্কার |

কারকতাজ্যেষ্ঠা অর্থে যশ | ক্ষমতায় যশে , গৌরবে শ্রেষ্ঠ |যে কোনও কিছুর মধ্যে শ্রেষ্ঠ | মঙ্গলের কারকতা |শুভ হলে যেমন সব ব্যাপারে শ্রেষ্ঠ ,গৌরবান্বিত ,ঐশর্য্যশালী, অশুভ হলে তেমনি অপযশ ,দুঃখদায়ক,দারিদ্রের কারণ হয় |

 

রেবতী (রেবতী)

অবস্থানমীনরাশির ১৬ ডিগ্রী ৪০ মিনিট হইতে ৩০ ডিগ্রী অর্থাৎ শেষ পর্যন্ত |

অধিপতিবৃহস্পতি |

দেবতাপুষা |

প্রতীকঢোল |

কারকতারেবতী অর্থে পালন করা , উৎকর্ষ বৃদ্ধি করা , পালনকর্তা ,অপরকে আশ্রয় দেওয়া ,বা অন্যের দ্বারা পালিত হওয়া |সেবার মানসিকতা , Improvement Social Affair , সকল জিনিসের পুষ্টি , বৃদ্ধি ,ভোগ ,সম্পদ ,প্রাচুর্য ,শ্রীবৃদ্ধি ,সুস্থতা ,মোটা ,সলিলোপজীবী | লাফিয়ে লাফিয়ে চলা ,গমন করা বা উন্নতি করা |

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM