বুধ – রাশিচক্রের তৃতীয় গৃহ মিথুন রাশিটি বুধের স্বক্ষেত্র | মিথুনের বুধ বালক স্বভাব সম্পন্ন এবং কন্যা রাশিটি বুধের অপর ক্ষেত্র বালিকার প্রতীক স্ত্রীভাবাপন্ন | মিথুনের বুধ বায়ু –প্রধান এবং সাত্ত্বিক প্রকৃতির|
ইন্দ্রিয় হিসাবে নাসিকা , তাই ঘ্রাণশক্তি প্রখর | বায়ু সঞ্চরণশীল মিথুনের বুধ তাই চঞ্চল প্রকৃতির , বাড়ির ছোট ছেলে বা মেয়ে তাই রবির কাছাকাছি থাকতে ভালোবাসেন |
বুধের অধীনে বোধি বা intellet রয়েছে | পুঁথিগত অমার্জিত বিদ্যা যাকে ঘসে মেজে চর্চার দ্বারা বহু কাজে লাগানো যায় এই ধরনের অধিকারী মিথুনের বুধ | বাইরের চাকচিক্যের উপর এই বুধের আকর্ষণ বেশী তাই বাইরেটা দেখেই মোহিত হয়ে যান , ভিতরে প্রবেশ করার ধৈর্য্য থাকে না |
বুধ স্নেহের কাঙাল | পুরান মতে জন্মকালেই বুধ মাতৃ স্নেহ থেকে বঞ্চিত | তাই সাংসারিক জ্ঞানের অভাব ও বস্তুর মূল্য সম্পর্কে অবোধ | অপরের কথায় দ্বিধাবোধ না করে মানুষের উপকার করতে গিয়ে প্রায়শই ঠকে যায় |
বুধ (Mercury)গ্রহের কারকতা
বুধ বালক ,মাতুল ,মেধা ও বুদ্ধির কারক |
চঞ্চলতা ,অস্থিরতা , স্মৃতিশক্তি ,বাক্শক্তি ,মুখস্থকরা , লেখনীশক্তি ,বিচার বিশ্লেষণ ,তর্ক করা , রায় দেওয়া , হিসাব পরীক্ষা করা ,নকল করা ,রুটিন মাফিক কাজ করা সরলতা ,বালক সুলভ চপলতা ,বহুমুখীনতা|
দেহে : শিরা –উপশিরা (nerve ) ত্বক (skin ) গলনালী ,নাসারন্ধ্র |- উকিল , ব্যারিস্টার , নার্স ,কেরানী ,জ্যোতিষী ,লেখক ,পুস্তক ,পুস্তকবিক্রেতা, সংবাদপত্র সম্পাদক , চিত্রকর ,জাদুকর ,শিল্পী ,হিসাব পরীক্ষক ,দালাল ,ঘটক | কচিকলাপাতার রং , ঋতু : শরৎকাল |- সীসা ,পান্না | রোগ : দাঁত ,গলনালী ,নাসারন্ধ্র প্রভৃতির পীড়া , শিরঃপীড়া ,মাথাঘোরা ,ত্বক ,জিহ্বা ,মুখের রোগ |বাস্তু মতে – উত্তর দিক |জন্ম নক্ষত্র :ধনিষ্ঠা (২৩ )