Puja & Remedies

ফলহারিণী কালীপুজোয় সত্যি কী মা ফলদায়িনী ?

ফলহারিণী কালীপুজোয় সত্যি কী মা ফলদায়িনী ?

ফলহারিণী কালীপুজো

মা কালী জগতের  মা | আমাদের সবার মা | তাঁর লীলা বোঝা মুশকিল | মায়ের নানান রূপ | এই সব রূপের মধ্যে একটি রূপ হলো ফলহারিণী কালী | এই ফলহারিণী নামের  অর্থ হলোযিনি ভক্তের ফল হরণ করেনএটাই ফল হারিণী কালীপুজোর মাহাত্ম্য |

জোতিষ শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে নানাবিধ ফলসহকারে মায়ের পুজো করা হয় | এই ফলহারিণী কালী পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোটাফল |জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মাঝরাত্রে ভক্ত লক্ষ ফল নিবেদন করে মায়ের পুজো করবে | যদি ভক্ত অপারক হয় তাহলে ভক্ত তার সাধ্য মতো ফল নিবেদন করে মায়ের পুজো করবেন | ফলহারিণী কালীপুজোর এটাই নিয়ম | মা ভক্তের ওপর সন্তুষ্ট হয়ে ভক্তর কর্মফল হরণ করেন | আর সেই কারণেই কর্মফলের কারণ হিসেবে মাকে ফল নিবেদন করা  নিয়ম |  

ফলহারিণী কালীপুজো 2

ভগবানের অপারলীলা বোঝা দায় | এই জ্যোষ্ঠ মাসেই আমাদের কত রকম ফলের সমাহার আমরা দেখতে পাই | আম ,জাম ,লিচু ,তরমুজ ,কাঁঠাল ,জামরুল ইত্যাদি ফল এই সময় পাওয়া যায় | মা যেন প্রকৃতিকে  এত ফল দিয়েছেন কারণ ভক্তের কাছ থেকে তিনি ফল গ্রহণ করবেন বলে | এই সব কিছুই যেন মায়ের লীলাখেলা | একদিকে মা যেমন ভক্তের কর্মফল হরণ করছেন আবার সেই মা আবার ফলদায়িনী , প্রকৃতিকে ফলদান করছেন |  

এই ফলহারিণী কালী পুজোর আলাদা কোনো নিয়ম নেই | আলাদা কোনো ধ্যানমন্ত্র নেই | আমরা দীপান্বিতা কালী পুজোর সময় যে নিয়মে মায়ের পুজো করে থাকি সেই একই নিয়মে ফলহারিণী কালী পুজো করা হয় | দীপান্বিতা পুজোর মতোই সব একই উপাচার লাগে | এই সব উপাচারের সাথে নিবেদন করা হয় গোটাফল | এই গোটাফল হলো ফলহারিণী পুজোর  প্রধান বৈশিষ্ঠ্য |

মায়ের রং কালো | জগৎ সেই কালো রঙে বিলীন হয়ে যায় | মায়ের তিনটি চোখ | এই তিনটি চোখে তিনি সারা বিশ্ব জগৎ দেখতে পান | মা মায়ার বাঁধনে সবাইকে বেঁধে রাখেন | ভক্ত যদি কোনো বিপদে পরেন মা তাকে সব বিপদ থেকে রক্ষা করেন | মায়ের চারটি হাত | আর এই চার হাতে চার রকম ফলধর্ম ,অর্থ ,মোক্ষ কাম | ফলহারিণী অমাবশ্যায় ভক্ত যদি তার মনের ইচ্ছার কথা মাকে জানাই মা তাকে সেই ফল দান করেন |

ফলহারিণী কালীপুজোয় প্রধান উপকরণ হলো ফল | এই ফল হাতে নিয়ে ভক্ত মাকে বলবে , মায়ের কাছে প্রাথর্না করবে  , মা আমার কর্মের ফল ,লাভ , লোকসান ,সুখ ,দুঃখ এই সব কিছু তোমার চরণে অর্পণ করলাম মা |  

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM