দক্ষিণাকালী পুজো করলে কি সত্যি জীবন থেকে দুঃখ মুক্তি ঘটবে?

দক্ষিণাকালী পুজো

মাএই শব্দ টির সাথে আমরা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছি | আমরা কষ্ট পেলে মা কে ডাকি | আনন্দতে মা কে ডাকি | তিনি সৃষ্টিকর্তা | তিনি আবার শিব পত্নীকালী মায়ের অনেকরূপ আছে | আমরা সবাই দক্ষিণা কালী রূপ টিকেই বেশি চিনি |মায়ের রূপের তাৎপর্য কি | মায়ের পুজো করলে কি ফল লাভ হয় |

কালী হলেন মহাশক্তিমান | শক্তি সাধনা করা হয় মা কালীর পুজো করে |এই কালী মা কে বিভিন্ন নামে বিভিন্ন স্থানে পুজো করা হয় | এই কালী নামের অনেক তাৎপর্য্য আছে | বিভিন্ন তন্ত্রশাস্ত্রে এই মা কালীর পুজো করা হয় | এই মা কালীর অনেক রূপ আমরা দেখতে পাই |আদ্য দক্ষিনাকালী ,ভদ্রকালী ,শ্মশানকালী ,কালকালী,ধনকালীকা,সিদ্ধিকালী  আর ,চন্ডীকালী | এছাড়া আরো অনেককালীর নাম আছে |     

মা কালী সবার মা | মায়ের কাছে সব সন্তান সমান | কোনো ভেদাভেদ নেই  | সমাজের সব স্তরের সব সন্তান এর কাছ থেকে তিনি পুজো গ্রহণ করেন | এমনকি ডাকাত এর কাছে তিনি মা | তাদের কাছ থেকেও তিনি পুজো গ্রহণ করেন |

এই মা কালীর পুজো করলে সব রকম অশুভ দোষ কেটে যায় |প্রচুর অর্থ সম্পদের অধিকারী হবেন | শিক্ষার্থীর সাফল্য লাভ হয় | শত্রুদমন হয় | যে কোনো ধরণের সৌভাগ্য লাভ হয় |  

দক্ষিণাকালী পুজো 2

পুলিশ ,সেনাবিভাগ ,গোয়েন্দা বিভাগ ,এই সব ঝুঁকিপূর্ণ কাজে যারা কাজ করেন তারা যদি দক্ষিনা কালী পুজো করেন প্রতিদিন কালী নাম জপ করেন তাহলে মা কালী তার সন্তান কে অনিষ্ট থেকে রক্ষা করেন |

যদি কোনো গৃহে হটাৎ কোনো কারণ ছাড়াই মৃত্যু ঘটে ,নানান রকম  অসুখ বিসুখ লেগেই থাকে ,ভৌতিক কোনো উপদ্রব দেখা যাচ্ছে এই সব রকম সমস্যা থাকলে দক্ষিনা কালীর পুজো করলে সব বিপদ থেকে রেহাই মিলবে |

পরিবারে কোনো বিবাহ যোগ্য সন্তানের বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে কালীমায়ের পুজো দিলে সব বাধা দূর হয়ে যাবে |

কোনো প্রতিষ্ঠিত দক্ষিণাকালী মন্দিরে গিয়ে সন্তানের নাম গোত্র দিয়ে পুজো দিলে জীবনের  অনেক বাধা বিপত্তি দূর হয়ে যাবে | সন্তান যদি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে তার পড়াশুনোয় মন বসবে ,পরীক্ষায় মনের মতো ফল লাভ করবে |

ব্যাবসায়ের যেকোনো বাধা দূর করতে হলে ,শত্রু দমন করতে ,কালী নাম জপ করলে খুব ভালো ফল লাভ করবেন | মা কালীর যে কোনো ১টি স্তব রোজ রোজ পাঠ করলে মায়ের কৃপা লাভ করতে পারবেন |

ক্রিংএই মন্ত্রটি জপ করলে মা কালী তার ভক্তকে শক্তি দেন | ” হুঁএই মন্ত্রটি জপ করলে বৃহস্পতির দোষ কেটে যাবে | ভক্ত অনেক অর্থ সম্পত্তির মালিক হবেন | “হ্রিংএই মন্ত্রটি জপ করলে সব শত্রু দমন হবে আর তিনি অনেক ক্ষমতাশালী হবেন |

আমরা যদি রোজ রোজ দক্ষিণাকালীস্তব পাঠ করি তাহলে আমাদের জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবো | রোজ একটি নিদির্ষ্ট সময় মতো ভক্তি সহকারে মায়ের কাছে প্রাথর্না করতে হবে ,তাহলে মা আমাদেরকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে | শনির সাড়ে সাতি চলছে এমন ব্যাক্তি যদি দক্ষিণাকালীর  মন্দিরে গিয়ে পুজো দেন তাহলে শনির কুপ্রভাব থেকে মুক্তি মিলবে | বছরে বার যদি দক্ষিণাকালীর পুজো নিয়ম নিষ্ঠার সাথে করা যায় তাহলে আপনার সব সমস্যা থেকে মুক্তি লাভ হবে |

যেকোনো দক্ষিণাকালী মন্দিরে গিয়ে ১০৮ টি জবার মালা প্রদীপ দান করলে খুব ভালো ফল পাওয়া যায় | যাদের কাজের জায়গায় নানা ঝামেলা হচ্ছে ,দারিদ্রতায় ভুগছেন , শত্রুবৃদ্ধি পাচ্ছে ,দুরারোগ্য ব্যাধ্যিতে ভুগছেন ,সব দিক থেকে হতাশা গ্রস্ত হয়ে পড়েছেন ,শিক্ষার্থি দের নানা বাধা | দক্ষিণাকালী সহস্রনাম পাঠ করলে এই সব সমস্যা থেকে মুক্তি লাভ পাওয়া যায় |  

রোজ যদি ধুপ ঘি এর প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করলে মা প্রসন্ন হন | মা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন | সব সময় মায়ের নাম জপ  করা ,মাকে স্মরণ করলে মা তার ভক্ত কে সব দিক থেকে রক্ষা করেন |

Author Bio

Related Posts