জন্মছকে নেত্রপাণিগত মঙ্গল কি জাতককে জীবনে মাথা তুলে দাঁড়াতে দেয় না?
জ্যোতিষ শাস্ত্রের তাত্ত্বিক ও ব্যবহারিক দিক গুলি নিয়ে বহু গুনী জন আলোকপাত করেছেন এবং এখনো করে চলেছেন। সেই লেখা গুলি পড়ে সাধারণ মানুষের মধ্যে জ্যোতিষ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা মানুষের তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয়ে সাধারণ মানুষের ধোঁয়াশা এখনো কাটেনি যে কি ভাবে জ্যোতিষ বিচার ও প্রতিকারের দ্বারা নিশ্চিত ভাবেই উপকৃত হওয়া যায়। জন্মছকে নেত্রপাণিগত মঙ্গল বিষয়টা খুব সহজে এবং সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি।সেই আলোচনা করতে গিয়ে ভাবফল সম্বন্ধিত আলোচনা অবশ্যই জরুরি |
মঙ্গলের দ্বাদশ ভাবফল
১) মঙ্গল শয়নভাবস্থ হলে জাতকের অঙ্গে ব্রনোদ্গম হয় | তার বহু কুন্ডযুক্ত রোগ বিশেষত দাদরোগ হয় |
২) মঙ্গলের উপবেশনভাবে জাতক বলবান, অসত্যভাষী, পাপরত, ধনবান ও নিজ ধর্ম্মহীন হয় |
৩) নেত্রপাণিগত মঙ্গল লগ্নে থাকলে জাতক সর্ব্বদা দারিদ্র্য পীড়িত হয় | অন্যত্র থাকলে নগরপতি হয় |
৪) মঙ্গলের প্রকাশভাবে জাতক গুণবান ও অবনীপতি হয় | তার সর্ব্বদা মানবৃদ্ধি হয় | কিন্তু প্রকাশভাবস্থ মঙ্গল ৫ মে থাকলে পুত্রহানি ও পত্নীবিয়োগ ঘটে |
৫) মঙ্গলের গমনভাবে জাতক ভ্রমণরত, ব্রণরোগী, পত্নীসহ কলহকারী দাদ ও চুলকণাদি রোগভয় ও ভূমিনাশ |
৬) মঙ্গলের আগমনভাবে জাতক গুণশালী, রিপুহন্তা এবং পরিজনের সন্তাপহারী হয় |
৭) মঙ্গল সভাবসতিভাবস্থ হয়ে তুঙ্গে থাকলে জাতক রণনিপুণ, ধর্ম্মিক ও বিত্তবান হয় | ৯ মে বা ৫ মে থাকলে বিদ্যাহীন হয় | ১২ শে থাকলে পুত্রকলত্র ও বন্ধুহীন হয় এবং ৫ \৯ \১২ শ ব্যতীত অন্যত্র থাকলে জাতক রাজসভাগামী, বহু ধনী, মানী ও দানশীল হয় |
৮) মঙ্গলের আগমনভাবে জাতক ধর্ম্ম –কর্ম্মরহিত, রোগার্ত, কুসঙ্গমী এবং কর্ণমূল শোখ ও গুরু শূলরোগে কাতর হয় |
৯) সবল মঙ্গল ভোজনভাবস্থ হলে জাতক মিষ্টান্নভোজী হয় এবং দুর্ব্বল হলে জাতক নীচকর্ম্মকারী ও মানহীন হয় |
১০) মঙ্গলের নৃত্যলিপস ভাবে জাতক বিপুল ধনশালী রাজা হয় | সে সর্ব্বদা স্বর্ণ–রত্ন ও প্রবালে মন্ডিত বাসশালায় বাস করে |
১১) মঙ্গলের কৌতুকভাবে জাতক কৌতুকী হয় ও পুত্র – মিত্রাদি জনপূর্ণ থাকে | উচ্চস্থ মঙ্গলে জাতক রাজগৃহে রাজা কর্তৃক তাঁর গুণের জন্য পূজিত হন |
১২) মঙ্গলের নিদ্রাভাবে জাতক ক্রোধপরায়ণ, বুদ্ধিহীন, ধনবর্জ্জিত, ধূর্ত্ত, ধর্ম্মভ্রষ্ট ও রোগপীড়িত হয় |