Astrology, Nakshatra

আদ্রা, স্বাতী এবং শতভিষা নক্ষত্রের কারকতা

আদ্রা, স্বাতী এবং শতভিষা নক্ষত্রের কারকতা

নক্ষত্রের কারকতা 1

আদ্রা, স্বাতী এবং শতভিষা এরা সকলেই রাহুর নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য |  গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও  সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |

নক্ষত্রের কারকতা

রাহু:

এটি ছায়া গ্রহ | এটি একটি গাণিতিক বিন্দু হলেও মানব জীবনে এর যথেষ্ট প্রভাব আছে | এই ছায়া গ্রহটি অন্য গ্রহদের চেয়ে বলবান | নীল বর্ণ , দৈত্য প্রভাবযুক্ত , ক্রোধী , ধর্মহীন, নাস্তিক , দুর্জন ব্যক্তি কর্কশ ভাষাযুক্ত

এই গ্রহ যার সঙ্গে থাকে , যার নক্ষত্রে থাকে, যে রাশিতে থাকে সেই রাশির অধিপতির হয়ে ফলদান করে | এর নিজস্ব কোন ঘর নেই | জ্যোতিষে কন্যা রাশির ভাড়াটে গ্রহ হিসাবে একে চিহ্নিত করা হয়েছে | কাজের ক্ষেত্রে এরা মল্লবীর , বাড়ির ঠিকাদার , গাড়ির ব্যবসা, টাকা লেনদেনকারী | যে কোনও মেশিনের কাজ , শিক্ষকতা , অভিনেতা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত | রাহু তমোগুণসম্পন্ন , শূদ্র নৈসর্গিক পাপগ্রহ |

 

আর্দ্রা (Adra)

অবস্থানমিথুনের ডিগ্রী ৪০ মিনিট হইতে ২০ ডিগ্রী পর্যন্ত বিস্তার |

অধিপতিবুধ |

দেবতারুদ্র |

প্রতীকএকফোঁটা অশ্রু |

কারকতাআর্দ্রা অর্থ সিক্ত ,ভিজা  ,সরস ,মোটা |রুদ্র থেকে দুঃখ ,উৎপীড়ন ,ক্রোধ ,রুদ্রমূর্তি ,ভয়ঙ্কর চেহারা  বা শব্দ বুঝায়  | শিবের আরেক নাম রুদ্র | তিনি শান্ত ,গাম্ভীর্য সৌম্যভাবের যেমন প্রতিমূর্তি ,তেমনি ভীষণ |একদিকে প্রশান্ত অন্যদিকে ভয়ঙ্কর  ||এই নক্ষত্রে দুঃখ ,কাঠিন্য ,নির্মমতা ,বন্ধন ,চৌর্য্য ,পরদারলোভ  ইত্যাদি দোষ |এর মূল প্রকৃতি উৎপীড়ন |পুরুষের মূত্রাশয় তার পীড়া  ,স্ত্রীলোকের জরায়ুর পীড়া |

 

স্বাতী (Swati)

অবস্থানতুলারাশির ৬ডিগ্রি ৪০ মিনিট হইতে ২০ ডিগ্রী পর্যন্ত |

অধিপতিশুক্র |

দেবতাপবন |

প্রতীকঘাস    

কারকতাস্বাতী অর্থে চঞ্চলতা |সদা চঞ্চল ,ঘুরে ঘুরে বেড়ানো শব্দ করা |বায়ু সংক্রান্ত যে কোনও বিষয়যেমনঝড় ,ঘূর্ণি ,আকাশ ,বায়বীয় শাস্ত্র ,দেহস্থিত পঞ্চবায়ু |

এই নক্ষত্রে জাত ব্যক্তি ক্রয়বিক্রয় কুশলী,ব্যবসায়ী  ,বণিক | ধনসম্পত্তি আপনি আসে যায় | তিনি স্বাধীনচেতা মুক্তিপ্রয়াসী |

 

শতভিষা (Sotovisa)

অবস্থানকুম্ভরাশির ডিগ্রী ৪০ মিনিট হইতে ২০ ডিগ্রী পর্যন্ত |

অধিপতিশনি |

দেবতাবরুণ |

প্রতীকবৃত্ত |

কারকতাএর অর্থ দুঃখ | জল নৌ বিষয়ক |সমুদ্র ,নদনদী , হ্রদ | জলে উৎপন্ন প্রাণী ,জলে বাস করে | ঢেকে রাখা ,আবরণ ,মর্ম ,লুকাবার স্থান , সহজে কোনও কাজ না হওয়া ,দুঃখদান করা ,মৃত্যু ,অলস ,সংযম ,খিটখিটে মেজাজ,cynicism  ,শুচিবাই প্রভৃতি | 6 th  অধিপতি এই নক্ষত্রে এলে heart  disease, dropsy  রোগ হয় | শুভর চেয়ে অশুভ বেশি |

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM