বিভিন্ন গ্রহের মীন রাশিতে অবস্থানের কারকতা

মীন রাশিতে অবস্থান

বিভিন্ন গ্রহদের মীন রাশিতে অবস্থানের কারকতা

জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মীন রাশিতে অবস্থান কথা উল্লেখ আছে।

প্রত্যেক গ্রহের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে।

কিন্তু এই বৈশিষ্ট্য বা গুন্ কোন সময় প্রকাশ পাবে তা নির্ভর করে রাশির অবস্থানের উপর।মীন রাশিটি রাশিচক্রের শেষ রাশি |

 

এখন মীন রাশিতে নবগ্রহ এর কারকতা কিরূপ হবে তা জেনে নেওয়া যাক:

রবি –

  • জাতক অস্থির চিত্তের অধিকারী |
  • সামাজিক জীবনে দর কষাকষিতে বিশেষ পারদর্শী |
  • জীবনের প্রতিকুলতায় সংগ্রামী মনোভাব প্রদর্শন করেন |
  • সাংসারিক জীবন সুখের নয়|
  • প্রবাসে থাকলে জাতক ভালো থাকেন |
  • বন্ধু ভাগ্য মন্দ নয় |
  • বিশাল অন্তঃকরণ ও খরচ করতে আগ্রহী |

 

চন্দ্র-

  • মন স্পর্শকাতর |
  • কোনো কাজ হৃদয় দিয়ে বুঝে করতে চান |
  • রহস্য বিদ্যাতে পারদর্শী ও শিল্পে নিপুণতার পরিচয় দেন |
  • সব জিনিস রঙিন দেখেন |
  • সমাজসেবী ও প্রবল আধ্যাত্মিক চেতনা সম্পন্নব্যাক্তি |
  • পরবাসী ও প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী |
  • জ্ঞান প্রদর্শন করে সন্মান অর্জন করেন |
  • প্রেম এ জড়িয়ে পড়ার ফলে দুর্নাম রটে যায় |

 

বুধ –

  • শিল্পীর ন্যায় মন |
  • বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পছন্দ করেন|
  • উচ্চাশা প্রবল |
  • চুপচাপ কাজ করতে পছন্দ করেন |
  • ফাটকায় উপার্জন না করাই ভালো |
  • সংসারের প্রয়োজনে অনেক জায়গায় ঘোরাঘুরি করে থাকেন |

 

বৃহস্পতি –

  • উদার, ধর্মপ্রাণা ও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন |
  • সংসারের ভালোর জন্য সকলের জন্য ভাবেন |আনন্দে থাকতে চান |
  • অসুখ নিয়ে বিশেষ করে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত |
  • দক্ষ কর্মী হওয়ায় বিদেশে জমির মালিক হতে পারেন |
  • প্রচুর দান ধ্যান করে থাকেন |

 

শুক্র –

  • প্রেমের সমস্যা গোপন থাকে |
  • পয়সার কথা চিন্তা না করে সব বিষয়ে সেরা জিনিস পছন্দ করেন |
  • অভিজ্ঞাতা ও জ্ঞান এর কারণেই বিখ্যাত হতে পারেন|
  • সমাজে খ্যাতি সম্পন্ন লোকেদের সঙ্গে ওঠাবসা করেন |
  • বন্ধু ভাগ্য ভালো, তবে প্রেম জীবনে হতাশা ডেকে আনতে পারে |

 

শনি-

  • অলস প্রকৃতির |
  • সামাজিক মেলামেশা খুবই কম |
  • সংসার জীবন থেকে দূরে থাকলে ভালো থাকেন |
  • মা বাবার সঙ্গে বনিবনার অভাব|
  • অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকার কারণে হতাশায় ভুগতে থাকেন|
  • আত্মকেন্দ্রিকতা দুঃখের কারণ হওয়ার দাড়ায়|

 

রাহু-

  • প্রয়োজনের অতিরিক্ত খরচ করে থাকেন|
  • মনের মধ্যে সব সময় সংশয় থেকে যায় |
  • অসৎসঙ্গের কারণে সংসারে অশান্তি লেগে থাকে |
  • উদ্দেশ্যহীন ও উশৃঙ্খল জীবনযাত্রা |
  • অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ভোগ জীবন নষ্টর কারণ |
  • জীবনে গোপন ব্যাপার অনেক থাকে |
  • নিজের কবর নিজেই খুঁড়ে থাকেন |

 

কেতু-

  • জগৎ সংসার সম্পর্কে উদাসীন|
  • দুর্বল শরীর ও মন |
  • অধ্যাত্মবোধ আছে |
  • সুযোগ সন্ধানী ও অসৎ সঙ্গ পছন্দ করেন |
  • সাংসারিক সুখে বাধা ও দূরে প্রবাসে থাকতে পারেন |
  • নিজের স্বার্থের জন্য খারাপ পথ গ্রহণ করতে দ্বিধা বোধ করেন না |
  • দুঃখ জাতকের চিরসঙ্গী |

Author Bio

Related Posts