Astrology, Nakshatra

রত্নের দ্বারা কি আদৌ ভাগ্যন্নোতি সম্ভব ?

রত্নের দ্বারা কি আদৌ ভাগ্যন্নোতি সম্ভব ?

রত্ন ধারণ

যেমন কর্ম তেমন ফল | প্রত্যেক টি মানুষ কে তার কর্ম ফল ভোগ করতে হয় |মানুষের এই সব নানা সমস্যার থেকে মুক্তি মেলে জোতিষ শাস্ত্রে | খারাপ গ্রহ ভালো করতে জোতিষ শাস্ত্রে নানা রকম প্রতিকার আছে | গ্রহের দোষ কাটাতে অনেকে রত্ন ধারণ করেন আবার অনেকে শিকড় ,কবচ ব্যবহার করেন | কোন রত্ন পড়লে কি ফল লাভ হবে এবার আমরা সেটা নিয়ে আলোচনা করবো |

মানুষের জীবন রহস্যে ঘেরা | সেই রহস্যে ঘেরা জীবন কে বিচার করে তার ফল কি হতে পারে সেটা জ্যোতিষ শাস্ত্র বলতে পারে | ঈশ্বর তার ইচ্ছানুসারে সব কিছু চালনা করেন | আমরা আমাদের কর্ম ফলের কারণে গ্রহদোষে কষ্ট পাই |  

  গ্রহের শান্তির জন্য জপ ,ধ্যান ,কবচ ,রত্ন শিকড় ধারণ করতে পারেন | জ্যোতিষ শাস্ত্রে খারাপ গ্রহ গুলিকে চিহ্নিত করে সঠিক রত্ন যদি ধারণ করা যায় তাহলে ভালো ফল পাওয়া যাবে |

আমাদের নয় টি গ্রহ আছে | এই নয় টি গ্রহ প্রতিকারের জন্য রত্ন ধারণ করতে হয় | এক একটি গ্রহের জন্য এক একটি রত্ন | যেমন ( রবির জন্য মানিক্য ,( ) চন্দ্রের জন্য চন্দ্ৰকান্তমণি , ( ) মঙ্গল এর জন্য প্রবাল , ( ) বুধ এর জন্য মরকতমনি ,( ) বৃহস্পতি এর জন্য পদ্মরাগমনি ,( ) শুত্রু এর জন্য হিরে , ( ) শনি এর জন্য নীলকান্তমণি , ( ) রাহু এর জন্য গোমেদ , ( ) কেতু এর জন্য বৈদুর্য্মনি | এই সব রত্ন কে আবার ভাগে ভাগ করা হয় | জলজ আর স্থলজ | এখন এই সব রত্ন ঠিক মতো পাওয়া যায় না তাই বিকল্প রত্ন ব্যবহার করা হয় | যেমন ধরুন ( ) রবির জন্য চুনী , ( ) চন্দ্রের জন্য মুক্ত , ( ) মঙ্গলের জন্য প্রবাল , ( ) বুধের জন্য পান্না , ( ) বৃহস্পতির জন্য পোখরাজ , ( ) শুক্রের জন্য হিরে , ( ) শনির জন্য নীলকান্তমণি , ( ) রাহুর জন্য গোমেদ , ( ) কেতুর জন্য ক্যাটস আই |                    

চুনী ধারণ করলে অনেক রকম উপকার পাওয়া যায় | চুনী ধারণ করলে দীর্ঘ দিন ধরে কোনো দুরারোগ্য অসুখ থেকে মুক্তি পাওয়া  যায় | চোখের দৃষ্টি শক্তির সমস্যা থেকে মুক্তি লাভ হয় | এমনকি  রক্তের ক্যান্সার থেকে মুক্তি লাভ সম্ভব | আপনি গুণী অথচ ঠিক মতো প্রতিভার বিকাশ হচ্ছে না | সামাজিক মান সন্মান ,সুনাম বৃদ্ধি পেতে প্রভৃতি সমস্যা থেকে মুক্তি পেতে চুনী ধারণ করতে হবে |

রত্ন ধারণ 1

জ্যোতিষ শাস্ত্রে মুক্ত ধারণ করলে অনেক উপকার পাওয়া যায় |অনেক রঙের মুক্ত পাওয়া যায় | চন্দ্রের জন্য মুক্ত ধারণ করতে হয় | চার রকম আভা যুক্ত মুক্ত পাওয়া যায় | পীত আভা যুক্ত মুক্ত ধারণ করলে লক্ষী লাভ হয় | সাদা আভা যুক্ত মুক্ত ধারণ করলে যশ লাভ হয় | নীল আভা যুক্ত মুক্ত ধারণ করলে বুদ্ধি বাড়ে | এই মুক্ত ধারণ করলে মানসিক রোগ কমে যায় | মুক্ত ধারণে সৌন্দর্য্য বৃদ্ধি পায় | কাশি ,সর্দি ,হাঁপানি ,টিবি আমাশয় ,বহুমূত্র রোগে ,মাথার যন্ত্রনা ,হৃদরোগে মুক্তোর ধারণ করলে  উপকার পাওয়া যায় |     

এছাড়া মুক্ত ব্যবহারের ফলে গৃহে অশান্তি কমবে ,সন্দেহ করার প্রবণতা কমে , সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে , হটাৎ রেগে যাওয়া ,লেখা পড়ায় মন বসাতে ,প্রেমে অশান্তি দূর করতে প্রভৃতি  ক্ষেত্রে মুক্ত ব্যাবহারে উপকার পাওয়া যায় |

প্রবাল : প্রবাল কে আমরা সবাই পলা নাম চিনি | এই পলা সমুদ্রে জন্মানো ফুল , শ্যাওলা একসাথে মিশে গিয়ে এই প্রবাল রত্নর সৃষ্টি হয়েছে | পলা আর প্রবাল ছাড়া আরো অনেক নাম আছে এই রত্নটির | অনেক রঙের পলা পাওয়া যায় | যেমন কমলা ,সাদা ,হলুদ ,নীলাভ ,প্রভৃতি | অনেক অনেক প্রাচীন কাল থেকে এই পলার ব্যবহার হয়ে আসছে | জোতিষ শাস্ত্রে এই পলার ব্যবহার হয় | বহু রোগ থেকে মুক্তি পেতে পলার ব্যবহার হয় | এই পলা ধারণ করলে , যে কোনো কাজে বাধা দূর হয় ,ভুল বোঝাবুঝি দূর হয় ,দুর্ঘটনা দূর হয় ,নারীর অকাল বৈধব্য ,পড়াশুনোর বাধা দূর হয় ,বিদ্যা লাভ হয় ,বুদ্ধি বৃত্তি জ্ঞান লাভ হয় |  

পান্না :বুধ গ্রহের জন্য পান্না ধারণ করা হয় | সবুজ বর্ণের রত্ন পান্না | এছাড়া অনেক রঙের পান্না হয় | অনেক নাম আছে পান্নার | এই পান্না ধারণ করলে অনেক সমস্যার সমাধান হয় | যেমন ধরুন কাজের জগতে উচপদস্থর সহযোগিতা পাওয়া ,কর্মক্ষেত্রে শত্রুতা দমন হবে ,বিদ্যার ক্ষেত্রে খুব শুভ ,পুত্র সন্তান কামনায় ,অসুস্থ সন্তানের সুস্থতা কামনায় |  

পীত পোখরাজ : বৃহস্পতি গ্রহের জন্য পীত পোখরাজ ধারণ করা হয় |হলুদ রঙের রত্ন | পোখরাজের অনেক নাম আছে | এই পোখরাজ ধারণ করলে শরীর মনের উদ্দীপনা শক্তি বেড়ে যায় | এছাড়া অর্শ ,ভগন্দর ,জন্ডিস প্রভৃতি রোগ থেকে মুক্তি লাভ হয় | এই রত্ন ধারণ করলে অর্থ সংকট থেকে মুক্তি লাভ সম্ভব | আয়ব্যায় ভারসাম্য বজায় থাকবে | কাজের জগতে উন্নতি করতে যথেষ্ট সুনাম অর্জন করতে |

হীরে : শুক্র গ্রহের জন্য এই হীরে ধারণ করা হয় | নানা রঙের হীরে হয় |ইংরেজিতে ডায়মন্ড বলা হয় |এই হীরে ধারণ করলে দেহে পুষ্টি শ্রীবৃদ্ধি হয় | এছাড়া কিডনির সমস্যা ,প্রস্রাবের সমস্যা ,ডায়াবেটিস রোগে ,মানসিক সমস্যা ,হতাশা , অবসাদ প্রভৃতি ক্ষেত্রে হীরে ধারণ করলে সুফল পাওয়া যায় | বিপরীত লিঙ্গ কে আকর্ষিত করতে ,বিদ্যক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়

নীলা : শনি গ্রহের জন্য নীলা ধারণ করা হয় |এই নীলা পাঁচ রকমের হয় | অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই নীলা ধারণ করলে | যেমন ধরুন বাতের সমস্যা ,হাড়ের সমস্যা ,মেরুদণ্ডের ব্যাথা ,দাঁত আর চুলের সমস্যা ,পায়ের হাড় ভেঙে যাওয়া | এছাড়া দাম্পত্য কলহ থেকে মুক্তি লাভ ,চরম হতাশা থেকে মুক্তি লাভ | অর্থের অপচয় | মানসন্মান হানি | মানসিক উদ্বেগ বাজে চিন্তা থেকে মুক্তি লাভ | এই সব সমস্যার থেকে মুক্তি লাভ সম্ভব নীলা রত্ন ধারণ করে

গোমেদ : জ্যোতিষ শাস্ত্রে রাহুর জন্য গোমেদ রত্ন ধারণ করা হয় | নানান রঙের গোমেদ হয় | রাহুর শান্তির জন্য এই গোমেদ | এই গোমেদ ধারণ করলে অর্শ ,ফোঁড়া ,টিউমার ,পেটের রোগে ,ঠিক মতো ঘুম না হওয়া ,প্রভৃতি কারণে গোমেদ ধারণ করলে উপকার পাওয়া যায় | এছাড়াও অসামাজিক কাজ কর্ম ,কাজের জগতে বাধাবিপত্তি কাটাতে ,অকারণে ঝামেলা থেকে মুক্তি লাভ ,অর্থের অপচয় ,সুনাম নষ্ট ,প্রভৃতি ক্ষেত্রে গোমেদ ধারণ করলে ভালো ফল পাওয়া যায়

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM