অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী এরা সকলেই বুধের নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য | গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |
বুধ:
রূপবান, বক্তা, রজোগুণসম্পন্ন নৈসর্গিক শুভ গ্রহ | বুধ ব্যবসায়ী, যুক্তিবাদী , পন্ডিত , সাংবাদিক, সুলেখক | বুধ গণিত , কাব্য ,বাক্য, সাহিত্য, ইন্দ্রজাল, কাকা, মামা, ইত্যাদির কারক | দেহের মধ্যে জিভ , ত্বক , পিত্ত , শরীরের নিচের অংশ বুধের অধিকারে |
অশ্লেষা (Aaslesa)
অবস্থান – কর্কটের ১৬ ডিগ্রী ৪০ মিনিট হইতে ৩০ ডিগ্রী পর্যন্ত বিস্তার |
অধিপতি – চন্দ্র |
দেবতা – বুধ |
প্রতীক – কুন্ডলীকৃত সর্প |
কারকতা – সাপের প্রকৃতির মতো লুকিয়ে থাকা , বেষ্টন করা , আলিঙ্গন করা , গোপনে সঙ্গম করা –প্রভৃতি এই নক্ষত্রের কারকতা |সাপের কুটিল প্রকৃতি ,খলস্বভাব ,বিষের তীব্র জ্বালা ও যন্ত্রনা প্রভৃতি |কেতুর জন্মনক্ষত্র |চন্দ্র অশ্লেষা নক্ষত্রে বড়ই দোষযুক্ত হয় |লগ্নে থাকিলে খল প্রকৃতি হওয়ার সম্ভবনা |তারা গোপনে কাজ করতে ভালোবাসেন ও তাদের কথায়
জ্যেষ্ঠা (Jeystha)
অবস্থান – বৃশ্চিকের ১৬ ডিগ্রী ৪০ মিনিট হইতে ৩০ ডিগ্রী পর্যন্ত |
অধিপতি – মঙ্গল |
দেবতা – ইন্দ্র বা দেবরাজ |
প্রতীক – গোল অলঙ্কার |
কারকতা – জ্যেষ্ঠা অর্থে যশ | ক্ষমতায় যশে , গৌরবে শ্রেষ্ঠ |যে কোনও কিছুর মধ্যে শ্রেষ্ঠ | মঙ্গলের কারকতা |শুভ হলে যেমন সব ব্যাপারে শ্রেষ্ঠ ,গৌরবান্বিত ,ঐশর্য্যশালী, অশুভ হলে তেমনি অপযশ ,দুঃখদায়ক,দারিদ্রের কারণ হয় |
রেবতী (রেবতী)
অবস্থান – মীনরাশির ১৬ ডিগ্রী ৪০ মিনিট হইতে ৩০ ডিগ্রী অর্থাৎ শেষ পর্যন্ত |
অধিপতি – বৃহস্পতি |
দেবতা – পুষা |
প্রতীক – ঢোল |
কারকতা – রেবতী অর্থে পালন করা , উৎকর্ষ বৃদ্ধি করা , পালনকর্তা ,অপরকে আশ্রয় দেওয়া ,বা অন্যের দ্বারা পালিত হওয়া |সেবার মানসিকতা , Improvement Social Affair , সকল জিনিসের পুষ্টি , বৃদ্ধি ,ভোগ ,সম্পদ ,প্রাচুর্য ,শ্রীবৃদ্ধি ,সুস্থতা ,মোটা ,সলিলোপজীবী | লাফিয়ে লাফিয়ে চলা ,গমন করা বা উন্নতি করা |