Astrology, Nakshatra

মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের কারকতা

মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের কারকতা

মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের কারকতা

মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা এরা সকলেই মঙ্গলের  নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য |  গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও  সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |   

karkata-of-mrigasira-chitra-dhanishtha-nakshatra

মঙ্গল

ক্রূর , তামসিক গুণসম্পন্ন , নৈসর্গিক পাপগ্রহ | মঙ্গল পুরুষ, ক্ষত্রিয় , পুলিস, সৈনিক, ভূসম্পত্তি , বারুদ , আগ্নেয়াস্ত্র ইত্যাদির কারক | মঙ্গল চিকিৎসাশাস্ত্র , শল্য চিকিৎসক , তামা , সোনা , যানবাহনের কারক | দেহের মধ্যে, বাম কান , কোমর , রক্তবহ নাড়ি, গুহ্যদেশ মঙ্গলের অধিকারে |

 

মৃগশিরা (Mrigasira)

অবস্থানবৃষরাশির ২৩ ডিগ্রী ২০ মিনিট হইতে মিথুন রাশির ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতিশুক্র বুধ |

দেবতাচন্দ্র |

প্রতীকহরিণ (মৃগ)|

কারকতামৃগ অর্থ হরিণ ,বন উদ্যান , অন্বেষণ  করা ,বনচর  শিকারী ,অন্বেষণকারী  ,পথপ্রদর্শক গুরু |আবার ,যেহেতু অন্বেষণ  করা এর প্রধান ধর্ম  কাজেই মা ,মায়ের আচরণ ভাব ,নিঃস্বার্থ দান ,ত্যাগ ,আদর্শবাদিতা ইত্যাদি |চন্দ্র মনের কারক ,তাই মন ,মানসিক গুণাবলী ,হৃদয় প্রবণতা ,ধৈর্য্য, উদ্বিগ্নতা ,সৌম্যশান্তভাব ,কল্পনাপ্রবণতা ,কবিত্বশক্তি ,শুভ্রতা ,মাধুর্য (চরিত্রগত বা দৈহিক ),জলোৎপন্ন   দ্রব্য ঔষধি |

 

চিত্ৰা (Chitra)  

অবস্থানকন্যারাশির ২৩ ডিগ্রী ২০ মিনিটে হইতে তুলারাশির ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতিবুধ শুক্র |

দেবতাবিশ্বকর্মা |

প্রতীকসাপের মাথার মণি |

কারকতাচিত্রা অর্থে চারুশিল্প |বুধ শুক্রের সমস্ত সদ্গুণ চিত্রার  কারকতা |ইহার কোনও অশুভ গুণ নেই | ছবি আঁকা (fine  art ) ,বর্ণনা করা ,সব কিছু গুছিয়ে বলের শক্তি ,চিত্রকর ,শিল্পী ,সঙ্গীতজ্ঞ   ,নিপুণ অস্ত্রচিকিৎসক ,কল্পনা কুশলী ,নির্মাণকার্য ,কারুকার্য ,সাধারণ সুঁচ থেকে শুরু করে তাজমহল তৈরি করা ,নিপুণতা ,কারখানা ,যন্ত্রপাতিপ্রভৃতি এই নক্ষত্রের কারকতা |

 

ধনিষ্ঠা (Dhonishtha)

অবস্থানমকরের ২৩ ডিগ্রী ২০ মিনিট হইতে কুম্ভরাশির ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতিশনি |

দেবতাবসুদৈবত |

প্রতীকঢাক |

কারকতাধনিষ্ঠা অর্থে সম্পদ (পার্থিব )| দানশীলতা ,সাধু ,দীপ্তি ,রশ্মি ,ধনরত্ন , মূল্যবান দ্রব্যাদি ,ঐশ্বর্য , স্বর্ণ ,কুবের প্রভৃতিকে বুঝায় |এই নক্ষত্র স্ত্রী দ্বেষী  (misogynist), যৌন সঙ্গমে অক্ষম |শনি ক্লীব পতি হয়ে এই নক্ষত্রে থাকলে যৌন দৌর্বল্য হতে পারে | বিবাহিত জীবন সুখের হয় না স্ত্রীর সঙ্গে মনের মিল হয় না |

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM