মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের কারকতা

মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের কারকতা

মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা এরা সকলেই মঙ্গলের  নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য |  গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও  সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |   

karkata-of-mrigasira-chitra-dhanishtha-nakshatra

মঙ্গল

ক্রূর , তামসিক গুণসম্পন্ন , নৈসর্গিক পাপগ্রহ | মঙ্গল পুরুষ, ক্ষত্রিয় , পুলিস, সৈনিক, ভূসম্পত্তি , বারুদ , আগ্নেয়াস্ত্র ইত্যাদির কারক | মঙ্গল চিকিৎসাশাস্ত্র , শল্য চিকিৎসক , তামা , সোনা , যানবাহনের কারক | দেহের মধ্যে, বাম কান , কোমর , রক্তবহ নাড়ি, গুহ্যদেশ মঙ্গলের অধিকারে |

 

মৃগশিরা (Mrigasira)

অবস্থানবৃষরাশির ২৩ ডিগ্রী ২০ মিনিট হইতে মিথুন রাশির ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতিশুক্র বুধ |

দেবতাচন্দ্র |

প্রতীকহরিণ (মৃগ)|

কারকতামৃগ অর্থ হরিণ ,বন উদ্যান , অন্বেষণ  করা ,বনচর  শিকারী ,অন্বেষণকারী  ,পথপ্রদর্শক গুরু |আবার ,যেহেতু অন্বেষণ  করা এর প্রধান ধর্ম  কাজেই মা ,মায়ের আচরণ ভাব ,নিঃস্বার্থ দান ,ত্যাগ ,আদর্শবাদিতা ইত্যাদি |চন্দ্র মনের কারক ,তাই মন ,মানসিক গুণাবলী ,হৃদয় প্রবণতা ,ধৈর্য্য, উদ্বিগ্নতা ,সৌম্যশান্তভাব ,কল্পনাপ্রবণতা ,কবিত্বশক্তি ,শুভ্রতা ,মাধুর্য (চরিত্রগত বা দৈহিক ),জলোৎপন্ন   দ্রব্য ঔষধি |

 

চিত্ৰা (Chitra)  

অবস্থানকন্যারাশির ২৩ ডিগ্রী ২০ মিনিটে হইতে তুলারাশির ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতিবুধ শুক্র |

দেবতাবিশ্বকর্মা |

প্রতীকসাপের মাথার মণি |

কারকতাচিত্রা অর্থে চারুশিল্প |বুধ শুক্রের সমস্ত সদ্গুণ চিত্রার  কারকতা |ইহার কোনও অশুভ গুণ নেই | ছবি আঁকা (fine  art ) ,বর্ণনা করা ,সব কিছু গুছিয়ে বলের শক্তি ,চিত্রকর ,শিল্পী ,সঙ্গীতজ্ঞ   ,নিপুণ অস্ত্রচিকিৎসক ,কল্পনা কুশলী ,নির্মাণকার্য ,কারুকার্য ,সাধারণ সুঁচ থেকে শুরু করে তাজমহল তৈরি করা ,নিপুণতা ,কারখানা ,যন্ত্রপাতিপ্রভৃতি এই নক্ষত্রের কারকতা |

 

ধনিষ্ঠা (Dhonishtha)

অবস্থানমকরের ২৩ ডিগ্রী ২০ মিনিট হইতে কুম্ভরাশির ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতিশনি |

দেবতাবসুদৈবত |

প্রতীকঢাক |

কারকতাধনিষ্ঠা অর্থে সম্পদ (পার্থিব )| দানশীলতা ,সাধু ,দীপ্তি ,রশ্মি ,ধনরত্ন , মূল্যবান দ্রব্যাদি ,ঐশ্বর্য , স্বর্ণ ,কুবের প্রভৃতিকে বুঝায় |এই নক্ষত্র স্ত্রী দ্বেষী  (misogynist), যৌন সঙ্গমে অক্ষম |শনি ক্লীব পতি হয়ে এই নক্ষত্রে থাকলে যৌন দৌর্বল্য হতে পারে | বিবাহিত জীবন সুখের হয় না স্ত্রীর সঙ্গে মনের মিল হয় না |

Author Bio

Related Posts