Astrology, Nakshatra

পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ এরা সকলেই  শনির নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য |  গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও  সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |

karkata-of-pushya-anuradha-and-uttara-bhadrapad-nakshatra

শনি

দীর্ঘদেহী , কৃষ্ণবর্ণ , তমোগুণসম্পন্ন , অপরিপাটি দাঁত, মোটা নাক , বড় কান এবং কর্কশ চেহারার অধিকারী | শনি নৈসর্গিক পাপগ্রহ | শনি শূদ্র জাতি , নীচ মন যুক্ত , নপুংসক অন্যদিকে শনি , কলকারখানার মালিক , সন্ন্যাসী , গ্রাম পঞ্চায়েতের সদস্য ইত্যাদি | শরীরের মধ্যে ডানকান , দাঁত , মূত্রাশয় , পেশী , মাথার শিরা ইত্যাদির অধিকারী | কর্মক্ষেত্রে লৌহব্যবসায়ী শ্রমিক, খনিজ কাজের সঙ্গে যুক্ত , কৃষিজীবী , সমাজসেবক , ইন্দ্রজাল সৃষ্টিকারী , রাজনীতিবিদ ইত্যাদি | শনি মকর কুম্ভ রাশির অধিপতি |     

 

পুষ্যা (Pushya)

অবস্থানকর্কটের ডিগ্রী ২০ মিনিট হইতে ১৬ ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত বিস্তার |

অধিপতিচন্দ্র |

দেবতাবৃহস্পতি |

প্রতীকগভীর দুধের বাট |

কারকতাপুষ্যা অর্থ পোষণ করা ,ভরণ করা ,পুষ্টিলাভ করা ,সকল জিনিসের মধ্যে শ্রেষ্ঠ উৎকৃষ্ট |ইংরেজিতে blossoming  ,flowrishing  ইত্যাদি |ভোগ ,সম্পদ ,প্রাচুর্য ,মোটা ,সম্পদশালী ,প্রাচুর্যের মধ্যে বর্ধিত লালিতপালিত ইত্যাদি এই নক্ষত্রের কারক | আবার ,এই নক্ষত্রে গুরুগিরি ,বলার ক্ষমতা  ,মন্ত্রিত্ব ইত্যাদি গুণও  আছে |

 

অনুরাধা (Anuradha)

অবস্থান – বৃশ্চিকের ৩ ডিগ্রী ২০ মিনিট হইতে ১৬ ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতি – মঙ্গল |

দেবতা – মিত্র |

প্রতীক – ফুলের মালা |

কারকতা – অনুরাধা অর্থে মিত্রতা ,মানবিকতা ,স্বাভাবিক মমত্ববোধ ,সহানুভূতি ,প্রেম-প্রীতি ,স্নেহ – ভালোবাসা ,হৃদয় সমস্ত কোমল বৃত্তিসমূহ |

বিশাখা ও অনুরাধা একে অন্যের পরিপূরক | বিশাখা থেকে ‘উদ্দেশ্য’ অনুরাধা থেকে কর্ম বিচার্য | বিশাখা কাৰ্যসিদ্ধি হলে উপকারীকে ভুলে যায় কিন্তু অনুরাধা উপকারীকে ভুলে না ও মিত্রতা – সখ্যতা বজায় রাখে |অনুরাধা পুলিশের মতো সর্বদা সজাগ থাকে ,কিন্তু নির্দয়তা তার মধ্যে নেই |

 

উত্তরভাদ্রপদ (Uttarvadropod)

অবস্থানমীনরাশির ডিগ্রী ২০ মিনিট হইতে ১৬ ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতিবৃহস্পতি |

দেবতাঅহিবৃধ্ন |

প্রতীকদুই মস্তক বিশিষ্ট মানুষ |

কারকতাএর অর্থ বৈরাগ্য, Reincarnation বা নুতন দেহে পুনর্জন্ম | সংযমের ভাব | নক্ষত্রে দুরযাত্রা , সব ছেড়ে চলে যাওয়া ,গাছের তলায় আশ্রয় নেওয়া  ,প্রভৃতি বুঝায় | আবার মন্ত্রণা ,সৎপরামর্শ প্রভৃতিও বোঝায় |বৃহস্পতির শুভ দিক | বুধ এই নক্ষত্রে  শুভ 

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM