পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ এরা সকলেই  শনির নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য |  গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও  সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |

karkata-of-pushya-anuradha-and-uttara-bhadrapad-nakshatra

শনি

দীর্ঘদেহী , কৃষ্ণবর্ণ , তমোগুণসম্পন্ন , অপরিপাটি দাঁত, মোটা নাক , বড় কান এবং কর্কশ চেহারার অধিকারী | শনি নৈসর্গিক পাপগ্রহ | শনি শূদ্র জাতি , নীচ মন যুক্ত , নপুংসক অন্যদিকে শনি , কলকারখানার মালিক , সন্ন্যাসী , গ্রাম পঞ্চায়েতের সদস্য ইত্যাদি | শরীরের মধ্যে ডানকান , দাঁত , মূত্রাশয় , পেশী , মাথার শিরা ইত্যাদির অধিকারী | কর্মক্ষেত্রে লৌহব্যবসায়ী শ্রমিক, খনিজ কাজের সঙ্গে যুক্ত , কৃষিজীবী , সমাজসেবক , ইন্দ্রজাল সৃষ্টিকারী , রাজনীতিবিদ ইত্যাদি | শনি মকর কুম্ভ রাশির অধিপতি |     

 

পুষ্যা (Pushya)

অবস্থানকর্কটের ডিগ্রী ২০ মিনিট হইতে ১৬ ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত বিস্তার |

অধিপতিচন্দ্র |

দেবতাবৃহস্পতি |

প্রতীকগভীর দুধের বাট |

কারকতাপুষ্যা অর্থ পোষণ করা ,ভরণ করা ,পুষ্টিলাভ করা ,সকল জিনিসের মধ্যে শ্রেষ্ঠ উৎকৃষ্ট |ইংরেজিতে blossoming  ,flowrishing  ইত্যাদি |ভোগ ,সম্পদ ,প্রাচুর্য ,মোটা ,সম্পদশালী ,প্রাচুর্যের মধ্যে বর্ধিত লালিতপালিত ইত্যাদি এই নক্ষত্রের কারক | আবার ,এই নক্ষত্রে গুরুগিরি ,বলার ক্ষমতা  ,মন্ত্রিত্ব ইত্যাদি গুণও  আছে |

 

অনুরাধা (Anuradha)

অবস্থান – বৃশ্চিকের ৩ ডিগ্রী ২০ মিনিট হইতে ১৬ ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতি – মঙ্গল |

দেবতা – মিত্র |

প্রতীক – ফুলের মালা |

কারকতা – অনুরাধা অর্থে মিত্রতা ,মানবিকতা ,স্বাভাবিক মমত্ববোধ ,সহানুভূতি ,প্রেম-প্রীতি ,স্নেহ – ভালোবাসা ,হৃদয় সমস্ত কোমল বৃত্তিসমূহ |

বিশাখা ও অনুরাধা একে অন্যের পরিপূরক | বিশাখা থেকে ‘উদ্দেশ্য’ অনুরাধা থেকে কর্ম বিচার্য | বিশাখা কাৰ্যসিদ্ধি হলে উপকারীকে ভুলে যায় কিন্তু অনুরাধা উপকারীকে ভুলে না ও মিত্রতা – সখ্যতা বজায় রাখে |অনুরাধা পুলিশের মতো সর্বদা সজাগ থাকে ,কিন্তু নির্দয়তা তার মধ্যে নেই |

 

উত্তরভাদ্রপদ (Uttarvadropod)

অবস্থানমীনরাশির ডিগ্রী ২০ মিনিট হইতে ১৬ ডিগ্রী ৪০ মিনিট পর্যন্ত |

অধিপতিবৃহস্পতি |

দেবতাঅহিবৃধ্ন |

প্রতীকদুই মস্তক বিশিষ্ট মানুষ |

কারকতাএর অর্থ বৈরাগ্য, Reincarnation বা নুতন দেহে পুনর্জন্ম | সংযমের ভাব | নক্ষত্রে দুরযাত্রা , সব ছেড়ে চলে যাওয়া ,গাছের তলায় আশ্রয় নেওয়া  ,প্রভৃতি বুঝায় | আবার মন্ত্রণা ,সৎপরামর্শ প্রভৃতিও বোঝায় |বৃহস্পতির শুভ দিক | বুধ এই নক্ষত্রে  শুভ 

Author Bio

Related Posts