কুম্ভ রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা জানুন
জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের কথা উল্লেখ আছে। প্রত্যেক গ্রহের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। কিন্তু এই বৈশিষ্ট্য বা গুন্ কোন সময় প্রকাশ পাবে তা নির্ভর করে রাশির অবস্থানের উপর। এখন কুম্ভ রাশিতে নবগ্রহ এর কারকতা কিরূপ হবে তা জেনে নেওয়া যাক:
রবি –
- সত্যান্বেষী হওয়ার কারণে জাতকের প্রকৃত বন্ধুর সংখ্যা কম |
- প্রয়োজনে সাহায্য তেমন ভাবে পাওয়া যায় না |
- দীপ্ত ব্যাক্তিত্ত্ব ও মৌলিক চিন্তাধারা কর্মে ও ভাবনায় প্রকাশিত হয় |
- জাতক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন |
- শ্বাসকষ্ট থাকতে পারে|
- বায়ুঘটিত রোগের কারণে মস্তিস্ক ও হৃদয়ের রোগ দেখা দিতে পারে|
- ধর্মপ্রাণ হওয়ার কারণে জাতক ধর্ম সম্পর্কে নিজস্ব মতামত দিয়ে থাকেন |
- জাতক অত্যন্ত সৌভাগ্যবান ,ঈশ্বর এর কৃপাদৃষ্টি সব সময় ওনার সঙ্গে থাকেন |
চন্দ্র-
- মমতা পরায়ণ এবং মিশুক প্রকৃতির ব্যাক্তি |
- উচ্চাশা বিদ্ধমান. অন্যের দ্বারা খুব সহজে প্রভাবিত হন|
- আধ্যাত্মবোধ সম্পন্ন,সকলের উপকারে আগ্রহী|
- স্ত্রীর অনুরক্ত |
- অধীনস্থ ব্যাক্তিদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন |
- হতাশাগ্রস্থ প্রেম, ভ্রমণে বিঘ্ন থাকার কারণে প্রায়ই পথের কষ্ট সহ্য করতে হয়|
- সংগ্রামী ও জেদি প্রকৃতির মানুষ হওয়ার কারণে বিপদের দিনে বন্ধু র সংখ্যা নগন্য |
বুধ –
- সহজ সরল ও আনন্দময় ব্যাক্তি |
- সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করতে ভালোবাসেন |
- ফলে নানারকম বিপদ ও লোকসানের মধ্যে পড়তে পারেন |
- বুদ্ধির সাহায্যে কাজ করে সাফল্যের মুখ দেখেন|
- প্রতিবেশী ও বাইরের লোকের সাথে মেলামেশায় সতর্ক থাকতে না পারলেই নানারকম বিড়ম্বনার সম্মুখীন হতে হবে |
বৃহস্পতি –
- আধ্যাত্মিক চিন্তাধারার ব্যাক্তি|
- সহৃদয় সহানুভূতি সম্পন্ন মন|
- অন্যের মঙ্গলের জন্য সর্বদাই প্রস্তুত থাকেন|
- সৎ চিন্তা ও সৎ কর্মে বিশ্বাসী|
- স্থির দৃঢ় প্রতিজ্ঞ মানুষ|সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন|
- অতিরিক্ত পরিশ্রমে স্বাস্থ্যহানী ঘটতে পারে|
- প্রতিদ্বন্দ্বিতায় যোগদান পছন্দ নয় | দূরদেশ ভ্রমণ বিপদ যুক্ত হতে পারে|
শুক্র –
- শিল্পী মন যুক্ত|
- প্রতিষ্ঠিত ও বড় মাপের আত্মীয়সজন|
- সকলের সঙ্গে মেলামেশা ও ভালোবাসা পাবে ভাগ্য |
- ভোগ বিচার বিবেচনা করে করেন |
- ধর্ম কর্ম জাতককে আনন্দ দেয়|
- প্রেম অত্যন্ত অসফল ও কষ্টের কারণ হতে পারে|
শনি –
- নিজের পায়ে দাঁড়াতে চান |
- উচ্চভিলাষী ও সামাজিক প্রতিষ্ঠা পেতে আগ্রহী |
- অন্তর্মুখী হবার কারণে একলা থাকতে ও চলতে পছন্দ করেন|
- মনে করেন পরিশ্রম সাফল্যের একমাত্র পথ|
- বাস্তববাদী ও স্পর্শকাতর মন |
- স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হবার কারণে আহারে সংযত থাকেন |
- বিবাহিত জীবন সুখের নয় |
- কৃপণ স্বভাব,মিতব্যয়ী ও সঞ্চয়ী হবার কারণে অর্থ সঞ্চয় এ কোনো অসুবিধা হয় না |
- প্রকৃত বন্ধু নগন্য|
রাহু –
- চঞ্চল ও অস্থির মনোবৃত্তি |
- সৎ ও অসৎ উপায়ে অর্থ উপার্জন করে থাকেন |
- কারু সাথে সম্পর্ক ভালো নয়|
- ভবঘুরে প্রকৃতির,সংসারে বিতৃষ্ণা |
- স্ত্রীর প্রতি বিশ্বাসী নন |
- মাদকদ্রব্যের কারণে শরীর ভেঙে যাবে |
- জীবনের সর্বনাশের মুলে আছে অসৎসঙ্গ|
- স্বার্থ দেখে বন্ধুত্ব করে থাকেন|
কেতু-
- অন্তর্মুখী স্বভাব|
- যোগ্যতা না থাকা সত্ত্বেও উচ্চভিলাষী মন |
- অলস, শারীরিক পারিশ্রমে অনীহা |
- ভুল মানুষের সাথে মেলামেশা |
- অস্থির চিত্ত,অসুখী জীবন ,ভ্রমণ কালে কষ্ট ও হতাশা |
- আত্মীয় ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ |
Author Bio
Soahamparivar
Being the best and famous astrologer and vastu shastra consultant in Kolkata, Mr. Bhattacharyya gives accurate horoscope reading, perfect astrological remedies, and on-time solutions.