কোন রাশিতে রবির অবস্থান জাতককে কিরকম ফল প্রদান করে থাকে ?

রবির অবস্থান

আমাদের সবার জীবনে প্রতিটি গ্রহের ভূমিকা আছে |সব গ্রহের রাজা হলো রবি | ভগবান ব্রহ্মমার সৃষ্টি হওয়ার সময় তাঁর মুখ থেকেওঁ ” – এই শব্দ উচ্চারিত হয় | আর এই  ” ওঁহলো পরম ব্রম্ম | এটি হলো রবি তথা সূর্য্যদেবের শরীর | সূর্য্য দেবের আর একটি নাম সবিতা | আমাদের এই জগৎ সূর্যের দ্বারাই সৃষ্ট হয়েছে |

মেষরাশিতে রবির অবস্থান জনিত ফল : 

জাতক বা জাতিকার যদি বৈশাখ মাসে জন্ম হয়ে থাকে তাহলে আপনার জন্ম সময় মেষ রাশিতে রবি অবস্থিত ছিল | জাতক বা জাতিকার মধ্যে আত্মসম্মান জ্ঞান খুব বেশি থাকবে | অন্য কোনো ব্যাক্তি আপনার সমালোচনা করলে আপনি সেটা সহ্য করতে পারেন না | আপনি খুব স্বাধীনচেতা মানুষ | স্বাধীন ভাবে কাজ করতে বেশি ভালো বসেন | জাতক বা জাতিকার জীবনে বাবা এবং মা এর বিশেষভাবে প্রভাব থাকবে | কাজের জগতে বিশেষ সফলতা অর্জন করবেন | আপনি পরিশ্রমী তাই এই পরিশ্রম এর কারণেই আপনার স্বাস্থ্যহানি  হবে | নানা রকম অসুখ বিসুখ আপনাকে ভুগতে হতে পারে | যেমন চক্ষুরোগে, বাতের রোগে, উচ্চরক্ত চাপ, উদররোগে ভুগতে হতে পারে | আপনার  দুর্ঘটনায় পরার সম্ভাবনা আছে | আপনার মধ্যে শিল্পী সুলভ  ভাব বর্তমান |  

বৃষ রাশিতে রবির অবস্থান : 

রবি যদি বৃষ রাশিতে অবস্থান করে তাহলে সেই ব্যাক্তি কষ্ট সহিষ্ণু চালাক চতুর হবেন | আপনি অনেক বড়ো উদার মনের মানুষ | এই ব্যাক্তির কথা বার্তা স্বভাব সুরুচি পূর্ণ মধুর | যদি আপনাকে কেউ অপমান করে তাহলে আপনি যোগ্য জবাব তাকে দেবেন |আপনার নিজের রাগ আপনার চরম শত্রু | নিজের রাগের মাধ্যমে নিজের শত্রু আপনি নিজেই ডেকে আনবেন | ঈশ্বর আপনার খুব ভক্তি আছে এবং বিশ্বাস আছে | আপনার জীবনে পিতা ও মাতার প্রভাব আছে | কিন্তু ভাতৃ স্থান ভালো না | একটু বেশি বয়সে আপনার জীবনে উন্নতি হবে | আপনার সম্ভ্রাম্ত পরিবারে বিয়ে হবে | জীবনে আপনার প্রেম আসবে | মিষ্টি আপনার পছন্দের খাবার | আর্থিক সচ্ছলতা থাকবে | নানা রকম অসুখবিসুখ ভুগতে হতে পারে যেমন অনিদ্রা ,কোষ্ঠকাঠিন্য ,গলার রোগ ,এলার্জিতে ভুগতে হতে পারে |  

মিথুন রাশিতে রবির অবস্থান :

মিথুন রাশিতে যদি রবি  অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা বুদ্ধিমান, মেধাবী, এবং খামখেয়ালি স্বভাবের হয় | আপনি আপনার বংশের গৌরব বাড়াতে সক্ষম হবেন | জাতক জাতিকা ঈশ্বরের বিশ্বাসী হন  | মায়ের  সাথে মতবিরোধ হয় মাঝে মাঝে | এদের পিতৃস্থান শুভ তবে ভাতৃ স্থান শুভ না | কর্ম ক্ষেত্রে বার বার পরিবর্তন আসবে |আর্থিক সচ্ছলতা থাকবে | বিবাহিত জীবন মধ্যম প্রকার হয় | নানা রকম অসুখবিসুখে আপনাকে ভুগতে হতে পারে যেমন অর্শ, বাত, আর সর্দি কাশিতে ভুগতে হতে পারে | জীবনে দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করুন |  

কর্কট রাশিতে রবির অবস্থান :

কর্কট রাশিতে রবির প্রভাব থাকলে জাতক বা জাতিকা উদার মন ,আকর্ষণীয়া এবং বক্তিত্বসম্পন্ন হবেন |জাতক বা জাতিকার মধ্যে কোমলতা ভাব ,আবেগ এবং বিদ্যানুরাগ থাকবে | আপনাকে মাঝে মাঝে দুঃখ কষ্টের মধ্যে পরতে হতে পারে | জল আপনি খুব ভালো বাসেন এবং জলযাত্রায় খুব আনন্দ পাবেন | পিতা   মাতার সাথে মাঝে মাঝে মনোমালিন্য ঘটতে পারে |চিকিৎসাবিজ্ঞান ,ইঞ্জিনিয়ারিং সঙ্গীত শাস্ত্রে উন্নতি করতে পারেন |বিবাহিত জীবন মোটামুটি সুখের হবে |স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে | নানা রকম অসুখ বিসুখ ভুগতে হতে পারে যেমন অর্শ ,শিরোরোগ ,কোষ্ঠকাঠিন্য এবং মূত্রাশয় রোগে | জাতক জাতিকা খুব পরিপাটি পরিষ্কার পরিছন্ন হন |

রবির অবস্থান 1

সিংহ রাশিতে রবির অবস্থান :

এই সিংহ রাশির জাতক জাতিকা অত্যান্ত  সৎ প্রকৃতির, কোমল কঠোর মনের হয়ে থাকেন | পরিবার পরিচিতি মহল থেকে যেমন আদর যত্ন পাবেন তেমন আবার আঘাত পাবেন | সবার থেকে যেমন সম্মানিত হবেন আবার অপমানিত হতে হবে | লোভ ত্যাগ করতে হবে না হলে এই লোভেরকারণে কুকর্মে নিযুক্ত হতে হবে | আপনি হাত খোলা স্বভাবের | ভায়ের সাথে মতবিরোধ হলেও মায়ের থেকে ভালোবাসা পাবেন কিন্তু বাবার স্নেহ থেকে পরিত্যাক্ত হবেন | দাম্পত্য জীবন কলহযুক্ত |আপনাকে পেটের গন্ডগোলের কারণে ভুগতে হতে পারে |

কন্যা রাশিতে রবির অবস্থান :

রবি যদি কন্যা রাশিতে করে তাহলে জাতক জাতিকা পরিশ্রমী ,বাস্তববাদী পরোপকারী হবেন | আপনি আত্মকেন্দ্রিক মনের মানুষ | শৌখিন ,রুচিশীল বুদ্ধিমান হবেন | মা ,বাবা ভাই এর সহযোগিতা পাবেন | ঈশ্বরে বিশ্বাসী হবেন | কাজের জায়গায় একাধিক বার পরিবর্তন হবে | প্রেম বিষয়ে এরা সতর্ক | বিবাহিত জীবন মোটামুটি |মধ্য বয়সে অর্থ কষ্ট হতে পারে | স্বাস্থ্য মোটামুটি থাকবে | জাতক জাতিকা আভিজাত্য পূর্ণ হবেন |প্রচুর পরিশ্রমী | সাংসারিক অশান্তি থাকবে |

তুলা রাশিতে রবির অবস্থান :

তুলা রাশিতে রবি অবস্থান করলে জাতক জাতিকারা ঈশ্বরে বিশ্বাসী,পরোপকারী ,রসিক এবং জ্ঞানবান হবেন | আপনি পরিশ্রমী তাই জীবন সংগ্রামে সহজে পিছিয়ে আসেন না | নম্র মধুর স্বভাবের হলেও হঠাৎ করে আপনি রেগে যাবেন আবার অল্পতেই শান্ত হয়ে যাবেন | ঈশ্বরে এবং ধর্মে  বিশ্বাসী হবেন এবং পাপপূর্ণ স্বীকার করেন | জাতক জাতিকার মায়ের মানসিক দৃঢ়তার অভাব থাকবে এবং পিতৃস্থান শুভ না কিন্তু ভাই বোনদের সাথে সহযোগিতা রাখার চেষ্টা করবেন | বিদ্যাস্থান শুভ এবং চাকরি জীবনে উন্নতির যোগ আছে |মধ্যে ভাগে অর্থ কষ্ট হবে | বিবাহিত জীবন সুখ সাচ্ছন্দে কাটবে |নানা রকম অসুখ বিসুখ ভুগতে হতে পারে যেমন অর্শ ,রক্ত চাপ রোগ ,চক্ষু রোগ এবং দাঁতের রোগে কষ্ট পেতে পারেন | প্রেম করে বিয়ে করলে সেটা সুখের হবে না |  

বৃশ্চিক রাশিতে রবির অবস্থান : 

বৃশ্চিক রাশিতে রবি অবস্থান করলে জাতক জাতিকারা শান্ত ,সজ্জন প্রিয় ,ভোগী ,জ্ঞানী এবং পরোপকারী হবেন |আপনি বড়োমনের অধিকারী | জীবনে সুপ্রতিষ্ঠিত হবেন যদি আপনার মায়ের সহযোগিতা লাভ করেন | পিতার সাথে মতবিরোধ হবে  | জাতকের পিতাখুব গম্ভীর গোঁড়া স্বভাবের হবেন | উচ্চশিক্ষার যোগ থাকা সত্ত্বেও খামখেয়ালি পনার কারণে বিদ্যা চর্চায় বাধা হবে | কিছু কিছু ক্ষেত্রে দ্রুত উন্নতি হবে যেমন শিল্প ,রাজনীতি ,পুলিশ ,নৌ ,সামরিক বিভাগ প্রভৃতি | আপনার দেরিতে বিয়ের যোগ আছে | নানা রকম অসুখ ভুগতে হতে পারে যেমন অর্শ ,টনসিল,চক্ষুরোগ ,হৃদরোগ ,যকৃৎ এর রোগে

ধনু রাশিতে রবির অবস্থান :

ধনু রাশিতে রবি অবস্থান করলে জাতক  জাতিকা দাতা ,রোগী ,ভোগী ,সৎ ,সরল এবং ধার্মিক হবেন | মায়ের সাথে মত বিরোধ হলেও পিতার আদর্শ জীবন গঠনে সহায়ক হবে | বিবাহিত জীবন সুখের হতে পারে | আর্থিক সচ্ছলতা থাকবে | প্রেমের দিক থেকে শুভ | নানান অসুখ ভুগতে হতে পারে যেমন অর্শ ,বাত ,অম্লশূল ,চোখের অসুখ প্রভৃতি | গৃহ কর্মে নিপুন হবেন | দূরের মানুষ কে সহজেই কাছে টেনে নিতে পারেন |সন্তান ভাগ্য ভালো হবে |

মকর রাশিতে রবির অবস্থান :

মকর রাশিতে রবি অবস্থান করলে জাতক বা জাতিকা আত্মসংযম  ,চিন্তাশক্তি ,এবং আত্মসন্মান জ্ঞান থাকবে | আপনি অনেক ভাবনা চিন্তা করে কথা বলেন | জাতক জাতিকারা কৃপণ স্বভাব ,সন্দেহ বাতিকগ্রস্ত , দায়িত্বশীল এবং প্রতিশ্রুতি পালনকারী ব্যাক্তি | ব্যাবসার মাধ্যমে উন্নতি করতে পারবেন | তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং সফল হবেন |যদিও আপনি সঞ্চয়ী তবুও ব্যাবসার মাধ্যমে আপনার অনেক উন্নতির যোগ আছে | ব্যাবসার মধ্যে চা ,লোহা ,বস্ত্র চর্মজ ব্যাবসায় অধিক লাভবান হবেন | মায়ের সাথে মতবিরোধ হলেও পিতার সহযোগিতা পাবেন | প্রেমে পরতে পারেন |বিবাহিত জীবন সুখের না হতে পারে | নানা অসুখ   ভুগতে হতে পারে যেমন যকৃৎ ,পেটের রোগ ,বাত ,দন্ত রোগ ,এবং চোখের রোগে আক্রান্ত হতে পারেন |            

কুম্ভ রাশিতে রবির অবস্থান :

কুম্ভ রাশিতে রবি অবস্থান করলে জাতক জাতিকারা বলশালী ,বহুমিত্রযুক্ত ,পরোপকারী ,ধীর ,স্থির ,কর্তব্যপরায়ণ হবেন |জনকল্যাণমূলক কাজে আপনি সাফল্য পাবেন | আপনি রাগী তাহলেও বেশ হাসি খুশি প্রকৃতির মানুষ |মা বাবার আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকবে | বিবাহিত জীবন সুখের হবে | মনের মতো জীবন সঙ্গী পাবেন | আপনার সন্তান ভাগ্য খুব ভালো | এই সন্তান বংশের সন্মান বৃদ্ধি করবে | স্বাস্থ্য ভালো থাকবে তবুও মাঝে মাঝে নানা রকম অসুখ বিসুখ পরতে হতে পারে |আপনার রাগের কারণের জন্য শত্রুর সংখ্যা অনেক হবে | শিল্প ,বিজ্ঞান ,চিকিৎসা শাস্ত্রে ,অভিনয়ে সাফল্য অর্জন করতে পারবেন |   

মীন রাশিতে রবির অবস্থান :

মীন রাশিতে রবি অবস্থান করলে জাতক জাতিকারা পরিশ্রমী ,অধ্যবসায়ী এবং কল্পনাপ্রবণ ব্যাক্তি | আপনার রবি যদি শক্তিশালী হয় তাহলে আপনি অনেক জ্ঞানী ব্যাক্তি হবেন | চাকরিতে সাফল্য পাবেন | আপনার জীবনে পিতার গুরুত্ব অনেক বেশি কিন্তু মায়ের জন্য দুর্ভাবনা থাকবে |ভায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে  না | পরকীয়া থেকে দূরে থাকুন না হলে বিপদ আসতে পারে | বিবাহিত জীবন সন্তান ভাগ্য খুব ভালো হবে | ৪০ বছর বয়সের পর থেকে অসুখ বিসুখ ভুগতে হতে পারে

Author Bio

Related Posts