বৃষ রাশিফল 2023: এই বছর বৃষরাশির জাতক জাতিকাদের কেমন যাবে?

Taurus Horoscope 2023 in Bengali

বৃষ রাশিফল 2023: এই বছর বৃষরাশির জাতক জাতিকাদের কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশিফল 2023 (Taurus Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ বৃষ রাশিফল ​​2023-এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা বৃষ রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে বৃষ রাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে বৃষ রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

বৃষ রাশিফল 2023 অনুসারে, দেহভাব ভালো যাবে না, কর্মে ফলে অর্থ প্রাপ্তিযোগ, আয় অপেক্ষায় ব্যায় বেশি, পারিবারিক ব্যায় বেশি, সন্তানের শুভ, সবার আনন্দ, শত্রু বৃদ্ধি, দাম্পত্য জীবন শুভ, বাধার মধ্যে ভাগ্য উন্নতি যোগ, আয় ভাব, ব্যায় প্রবল, কিছু ঋণ হবে। বুদ্ধিজীবি মানুষ শত্রু হবে। আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক বৃষ রাশির বার্ষিক রাশিফল ​​2023 (Taurus Yearly Horoscope 2023) ।

2023 এ কোন শুভ সময় আসছে, জানতে কলকাতার বিখ্যাত জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন।

বৃষ রাশিফল 2023

বৃষরাশি জানুয়ারী মাস কেমন যাবে?

বৃষ রাশিফল ​​2023 (Taurus Horoscope 2023 in Bengali) অনুসারে আপনাকে সাবধানে থাকতে হবে।

১-৭ ভ্রমণ যোগ, বিদ্যায় শুভ, অর্থ প্রাপ্তি, লিভার কষ্ট, আত্মীয় সমাগম, ব্যায় বৃদ্ধি।

৮-১৪ চাকুরীতে সুনাম, ব্যাবসায় নতুন সুযোগ, গৃহ কলহ, প্রাপ্তিযোগ, কর্মচাপ।

১৫-২১ অর্থাভাব, অযথা চিন্তা, বিবাদ, গাফিলতির দরুন কর্ম দেরি, আয় ব্যায় শুভ।

২২-২৮ ছাত্র-ছাত্রীদের শরীর উৎপাত করবে, অর্থাভাব, সুযোগ নষ্ট হবে।

২৯-৩১ রাজনীতি সামাজিক কাজের চাপ, সাফল্য, অর্থটান, ব্যায় বৃদ্ধি, অযথা সময় নষ্ট।

বৃষরাশি ফেব্রুয়ারী মাস কেমন যাবে?

বৃষ রাশিফল 2023 (vrish rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা বৃষ রাশির জাতক/জাতিকাদের জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকবে।

১-৭ সামাজিক কাজে উৎসাহ, মানসিক আঘাত, নতুন যোগাযোগ, ভুলে ক্ষতি।

৮-১৪ শান্তিতে বাধা, সমালোচনায় ক্রোধ, শত্রু শান্ত হবে, উদ্যম বাড়বে, অর্থাগম হবে।

১৫-২১ আত্মীয় বা অতিথি আগমন, অযথা ঝামেলা ব্যায় বৃদ্ধি, জিনিস নষ্ট হবে।

২২-২৫ অযথা অর্থ ব্যায়, ক্রোধ ক্ষতি, ফাটকায় আয়, অর্থ আদায়, আত্মীয় চিন্তা।

২৬-২৮ নতুন কাজে হাত দেবার সময়, কর্মে সাফল্য, ব্যাবসায় লাভ, চাকুরী মধ্যম দেহ শুভ।

বৃষরাশি মার্চ মাস কেমন যাবে?

বৃষ রাশিফল ​​2023 (Taurus Horoscope 2023) অনুসারে এই সময়ে আপনাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

১-৭ দিনগুলি আগের চেয়ে শুভ, চিন্তা কিছুটা শুভ হবে, প্রতিষ্ঠা সম্মান বৃদ্ধি পাবে।

৮-১৪ কর্মে উৎসাহ, পাওনা টাকা আদায় হবে, অসমাপ্ত কাজে শুভফল, বন্ধু সাহায্য পাবে।

১৫-২১ সকল দিকে একটা আসার আলো, পারিবারিক মতান্তর, মানসিক উদ্যম, দেহ পীড়া।

২২-২৮ দেহ পীড়া, মানসিক অবসাদ, প্রেম দাম্পত্য মতান্তর, কাজে কিছুটা বাধা, কর্মে বিবাদ।

২৯-৩১ দেহ কিছুটা শুভ, অর্থটান, ঋণ, অবসাদ, চাকুরী ব্যাবসা মধ্যম।

বৃষরাশি এপ্রিল  মাস কেমন যাবে ?

বৃষ রাশিফল ​​2023  অনুসারে, আপনার অধৈর্যতা এড়াতে হবে।

১-৭ কিছু সমস্যা সমাধান, অসৎ বন্ধু থেকে দূরে থাকুন, দাম্পত্য চিন্তা, প্রতারণা হতে পারে।

৮-১৪ কর্মচাপ, গৃহ সমস্যা ভ্রাতৃ খিট খিটে মেজাজ, ঘটনাবহুল দিন।

১৫-২১ ক্রোধের বশে কর্মে ক্ষতি, নিজ ভুলে কর্মে ক্ষতি, কিছু ঋণ হবে, মন চঞ্চল হবে।

২২-৩০ পুরাতন আশা সফল হবে, ব্যাবসায় নতুন সুযোগ, জেদের বশে কর্মে ক্ষতি।

বৃষরাশি মে মাস কেমন যাবে?

বৃষ রাশিফল 2023 র অনুসারে বৃষ রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে।

১-৭ বিবাহযোগ্য ভগ্নি ও কন্যার বিবাহ সুযোগ, পরিচিতি সমস্যা সমাধান, ব্যায় বৃদ্ধি।

৮-১৪ নতুন যোগাযোগ, মানসিক ভয়, সম্পত্তি বিষয় মতান্তর, ঋণ শোধ, সঞ্চয়।

১৫-২১ কর্মচাপ বৃদ্ধি, ব্যাবসায় মধ্যম, মানসিক শান্তি, পারিবারিক শান্তি, দেহ শুভ।

২২-২৮ আয় অপেক্ষায় অযথা ব্যায়, কর্মে চাপ বৃদ্ধি, আর্থিক টান থাকবে, চিন্তা বৃদ্ধি।

২৯-৩১ আত্মীয় কলহ, অপবাদ, চাকুরীতে মতান্তর, ব্যাবসায় হতাশা, স্বাস্থ্য ভালো।

বৃষরাশি জুন মাস কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশিফল ​​2023 বলে যে, এই মাসটি বৃষ রাশির জাতক/জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে।

১-৭ পারিবারিক শুভ সময়, কিছুটা শুভ, নিজ ভুলে পাওনা টাকার ক্ষতি, শুভ যোগাযোগ।

৮-১৪ নতুন কর্মে উদ্যম, অর্থাগম, পুরাতন সংবাদের সফলতা, দেহ মধ্যম, ব্যাস্ততা।

১৫-২১ কর্ম চঞ্চলতা, ব্যায় বৃদ্ধি, মানসিক উদ্যম, নানা কর্ম সুযোগ দেবে।

২২-২৮ ক্রোধ মানসিক অবসাদ, দেহ পীড়া, ব্যায় বৃদ্ধি, অর্থটান, মানসিক উদ্যম শুভ।

২৯-৩০ কিছুটা সমস্যার সফলতা, অর্থাগম, আয় ব্যায় সমান।

বৃষরাশি জুলাই মাস কেমন যাবে?

বৃষ রাশিফল 2023 অনুসারে, প্রথম মাসটি আর্থিক দিক থেকে মোটামুটি শুভ।

১-৭ প্রেমে হতাশা, ব্যবসা চাকরি শুভ, স্বাস্থ্য শুভ, অর্থাগম, আয় ব্যায় সমান।
৮-১৪ কিছু কর্মে বাধা, শিশু সমস্যা, বহুল কর্ম সমাধান, ব্যাবসায় শুভ, শরীর সুস্থ।
১৫-২১ সৎ ব্যাক্তির সহানুভূতি, উদর পীড়া, মিশ্র দিন, ভ্রমণ সুজুগ আসবে।
২২-৩১ নতুন কাজে অথবা অর্থ নিয়োগের কোন কাজের শুভ সময় নয়।

বৃষরাশি আগস্ট মাস কেমন যাবে?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা বৃষ রাশিফল ​​2023 র অনুসারে খুব একটা মন্দ যাবে না।
১-৭ মন্থর গতিতে কর্ম সফলতা, ব্যায় বৃদ্ধি, আয় শুভ, সহানুভূতি, দেহ কষ্ট।
৮-১৪ সমস্যার সমাধান, অযথা ব্যায় বৃদ্ধি, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি, ভুলে ক্ষতি।
১৫-২১ ভ্রমণে সুযোগ লাভ, দেহ অসুস্থতা, অর্থাগম, ব্যায়বৃদ্ধি, অর্থচাপ।
২২-৩১ কর্মে উৎসাহ, সন্মান বৃদ্ধি, রাজনৈতিক শুভ, আপনজন শত্রুতা।

বৃষরাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে?

এ মাসের শুরুটা বৃষ রাশিফল ​​2023 (Vrish rashifal 2023 in bengali) র অনুসারে ভালো যাবে।
১-৭ কন্যার জন্য চিন্তা, ব্যাধি পীড়াতে অর্থ অপচয়, কাজের চাপ বৃদ্ধি, আয় শুভ।
৮-১৪ নতুন কাজের উদ্যম, অর্থ নষ্ট ভেবে চিন্তা, নতুন কাজের হাত দেওয়া উচিত।
১৫-২১ পড়ুয়াদের ভীষণভাবে পাঠ্য পুস্তকে মনোসংযোগ করতে হবে নচেৎ অসাফল্য।
২২-২৮ পরোপকার, অযথা অর্থ ও সময় নষ্ট, দেহ মাধ্যম, সুযোগ নষ্ট হবে, ভ্ৰাতৃ কলহ।
২৯-৩১ অর্থ প্রাপ্তি, লটারি সুযোগ, অযথা সময়ের অবহেলায় সুযোগ নষ্ট, ব্যায় বৃদ্ধি।

বৃষরাশি অক্টোবর মাস কেমন যাবে?

বৃষ রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে আপনার কর্ম ও প্রেমে সাফল্য আসছে।
১-৭ কর্মে অলসতা ত্যাগ করুন, শুভ সময় ও সুযোগ আসছে, কর্মে চাপ বৃদ্ধি।
৮-১৪ বিবাদ, প্রতিবেশী কলহ দ্বারা মানসিক কষ্ট, চেষ্টা করুন পুরাতন অর্থ আদায় হবে।
১৫-২১ দেহ ভাব মধ্যম, ব্যাবসায় লাভ,কর্ম বাস্ততা থাকবে, অর্থ ব্যায়, মনের উৎসাহ বাড়বে।
২২-২৮ মনোবল উৎসাহ বাড়বে, সময়টা শুভ যোগ, বুধ নীচস্থ যাদের কর্ম অবহেলা করবেন না।
২৯-৩১ সাহায্য লাভ, দেহ সুস্থতা থাকলেও লিভার কিছুটা অবসাদ আনবে, ব্যায় বৃদ্ধি।

বৃষরাশি নভেম্বর মাস কেমন যাবে?

বৃষ রাশিফল ​​2023 অনুসারে, কিছু সমস্যার সমাধান হবে।
১-৭ ব্যাবসায় চিন্তা বৃদ্ধি, মাথা গরম, ক্রোধ, পারিবারিক ব্যাধিতে অর্থ ব্যায়, পরিবর্তন।
৮-১৪ মানসিক চঞ্চলতা, ব্যাবসায়  মানসিক চিন্তা চঞ্চলতা , সুযোগ আসছে, পরিচিত।
১৫-২১ সংবাদে আনন্দ, যোগাযোগ, অর্থাগম, নতুন সুযোগ আসবে, শরীর কষ্ট দেবে।
২২-২৮ কিছু সমস্যার সমাধান হবে, মনোবল বাড়বে, পুরাতন পাওনা আদায় হবে, দেহ মধ্যম।
২৯-৩০ পারিবারিক চিন্তা কষ্ট দেবে, বন্ধুর দ্বারা সাহায্য লাভ, চাকুরীতে সহযোগিতা।

বৃষরাশি ডিসেম্বর মাস কেমন যাবে?

বৃষ রাশিফল 2023 র অনুসারে, এ মাসটা বৃষ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জন্য শুভ।
১-৭ অর্থলাভ, মতানৈক্য, আপনজনের জন্য চিন্তা, কর্ম মধ্যম, সাফল্য।
৮-১৪ কর্ম ভাব শুভ, দাম্পত্য সুখ, কর্ম চাপ বৃদ্ধি, পিতামাতার জন্য চিন্তা, অর্থ ব্যায়।
১৫-২১ সন্তান অথবা পারিবারিক ব্যাধিতে অর্থ ব্যায়, কর্ম মধ্যম, ব্যবসা চাকুরী মধ্যম।
২২-২৮ ভ্রমণে লাভ, পিতার জন্য চিন্তা, আত্মীয় সমাগমে অর্থ ব্যায়।
২৯-৩১ চিত্ত চঞ্চল, স্বামী স্ত্রীর জন্য চিন্তা, অবৈধ প্রেমে মন ভারাক্রান্ত, সন্তান চিন্তা।

বৃষ রাশিফল 2023: বৃষরাশির লগ্ন ফল

মেষ  লগ্ন: এ বৎসর বাধা-বিঘ্নের মধ্যে দিয়ে উন্নতি, দাম্পত্য সুখ কম, রেগে গেলেই হিতাহিত জ্ঞান শুন্য। কাঠ, কয়লা, স্টিলফার্নিচার, ডাক্তারি, ব্যাবসায় শুভ।

বৃষ লগ্ন: আত্মীয় থেকে আঘাত, বন্ধুরা শত্রুতা করবে। বিদ্যাস্থান শুভ, নিম্নশ্রেণীর লোক শত্রুতা করবে, ভাগ্য উন্নতিতে বাধা থাকবে। দেহভাব মধ্যম, সর্দিকাশি মাতাপিতার স্বাস্থ্য চিন্তা থাকবে।

মিথুন লগ্ন: স্থিরমনোভাব, সুপরামর্শদাতা, বর্তমানে বৎসরে অর্থ ক্ষেত্রে হতাশার, শত্রু বশ্যতা স্বীকার করবে, উন্নতির পথে বাধা হলেও সফলতা আসবে।

কর্কট লগ্ন: বর্তমান বছরে দেহভাব মোটামুটি শুভ। বৃদ্ধবৃদ্ধাদের কফের ব্যাধি কষ্ট দেবে, বিদ্যায় বাধা, পিতার সঙ্গে মতো বিরোধ, ব্যাবসায়ীদের চিন্তা বৃদ্ধি।

সিংহ লগ্ন: দেহ মধ্যম ভাব থাকবে, শেষে ব্যাঘাত, ধন ভাব শুভ নয়, কর্মে অগ্রগতি, অগ্নিভয়, রক্তপাত, আঘাত, দাম্পত্য জীবনে চিন্তা, বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারণা, প্রতারণার দ্বারা অর্থক্ষতি, ধনভাব খুব শুভ নয়।

কন্যা লগ্ন: আর্থিক দিক শুভ নয়, স্বামী ও স্ত্রীর দেহে চিন্তা থাকবে, দাম্পত্য শুভ, প্রেমঘটিত ঝামেলা থাকবে, কিছু ঋণ হবে।

তুলা লগ্ন: দেহ ভাব শুভ নয়, যৌন রোগ কষ্ট ও চিন্তা দেবে, অর্থটান থাকবে। নতুন যোগাযোগ বাধা থাকবে, বিদ্যাস্থান অনুকূল, ব্যাবসায়ীদের বর্তমান সময় শুভ নয়।

বৃশ্চিক লগ্ন: বর্তমানে বৎসর সর্ব্বদায়ী আঘাত ও ব্যাঘাতে পূর্ণ থাকবে, আর্থিক দিক মোটামুটি, কিছু সুযোগ সুবিধা আসবে, ব্যাবসায় নতুন অর্থ পুঁজি নিয়োগ করা উচিত। বিদ্যামধ্যম, পারিবারিক ব্যাধি চিন্তায় অর্থ ব্যায়।

ধনু লগ্ন: বর্তমান বৎসরে দেহভাব শুভ নয়, অর্থ যোগাযোগ নষ্ট হবে, অর্থ আদান প্রদান সাবধানে করে উচিত, সন্তানের জন্য চিন্তা থাকবে, লটারি-ফাটকায় মধ্যে আমদানি, কর্মস্থানে সম্মান বৃদ্ধি।

মকর লগ্ন: লগ্নফলে দেখা যায় দেহ ভাব খুবই অশুভ, মাথা বক্ষ লিভার ব্যাথা ভীষণভাবে কষ্ট দেবে, আপনজন থাকে ভীষণ মানসিক আঘাত দেখা যাচ্ছে। আপনজন শত্রুতা করবে, ঋণ হবে।

কুম্ভ লগ্ন: আর্থিক দিকটা চিন্তা দেবে। মাতাপিতা স্ত্রী পুত্র আপনজনের ব্যাধি, আয় অপেক্ষায় ব্যায় সর্বদা বৃদ্ধি পাবে। তবে কোনো ঋণ হবে না।

মীন লগ্ন: বর্তমানে বৎসরে রাশি অপেক্ষা লগ্ন ফলে দেখা যাচ্ছে ব্যাধি পীড়া ঝামেলা না করলেও পতঙ্গ দংশনে ভীষণ সাবধানতার প্রয়োজন, নিকট আত্মীয় দ্বারা ক্ষতি আছে।

বৃষ রাশিফল 2023: এর সার্বিক ফলাফল:

পরিশেষে বৃষ রাশি 2023 কেমন যাবে, এই জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রীর ক্ষেত্র: এই রাশির জাতক-জাতিকারা তাদের স্বামী-স্ত্রীর ভাগ্য থেকে সেভাবে উপকৃত নাও হতে পারেন। বরং বছরের মাঝামাঝি সময়ের পর থেকে মতানৈক্য চরমে উঠতে পারে। তাই যতটা সম্ভব মানিয়ে চলা প্রয়োজন।
সন্তানস্থান: এই রাশির জাতক-জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। তবে সন্তানের কর্মযোগ বেশ ভালোই বলা যায়। কর্মসূত্রে সন্তানের দূরযাত্রা-বিদেশযাত্রা সম্ভবনা প্রবল।
শিক্ষা: বিদ্যালাভের ক্ষেত্রে প্রতিভার বিকাশ ঘটতে পারে। বুদ্ধির বিকাশ ঘটতে পারে।
কর্ম: কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
দাম্পত্য জীবন: দাম্পত্য কলহের আশঙ্কা আছে। মাথা ঠান্ডা না রাখলে অনিষ্ট হতে পারে।
স্বাস্থ্য: জাতকের নিজের শরীর মোটামুটি ভালো থাকবে। পিতামাতার শরীর মোটামুটি ভালো থাকবে।
শত্রুতা: শত্রুতা চিন্তার কারণ হবে। তবে শত্রু বেশি ক্ষতি করতে পারবে না।
প্রেম: প্রেমে আঘাত না এলেও সামান্য ঝগড়া হতে পারে।
বিবাহ: বিবাহ যোগ আছে। কিন্তু নির্বিঘ্নে সম্পন্ন হবে না।
দুর্ভাগ্য: এবছর ভাগ্য মোটের ওপর ভালো।
প্রতিকার
সাদা জারকন, পীত পোখরাজ ও গোমেদ ধারণ। অভাবে- রামবাসক মূল, বামনহাটির মূল ও শ্বেতচন্দনের মূল।

যে কোনো ধরণের জ্যোতিষীয় পরামর্শের জন্য প্রকৃত জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন।

বৃষ রাশিফল 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তব: শিবের মহিম্নস্তব পাঠ।
বৃষ রাশির শুভ রং: সাদা, ফিকে হলুদ ও আকাশি।
শুভ বার: রবি, সোম, বুধ, শুত্রু।
বৃষ রাশির শুভ সংখ্যা: ১, ২, ৪, ৭, ৮

Author Bio

Related Posts