মাঙ্গলিক দোষের কারণে বিবাহে বাধা ? | সমাধান কোন পথে ?

মাঙ্গলিক দোষের কারণে বিবাহে বাধা ? সমাধান কোন পথে ?

মাঙ্গলিক দোষের কারণে বিবাহে বাধা ? | সমাধান কোন পথে ?

বিবাহের সময়ে পাত্র-পাত্রীর কোষ্ঠী মেলাতে গিয়ে অনেক সময়েই “মঙ্গলদোষ” বা  “মাঙ্গলিক দোষ” কথাটা শোনা যায় পন্ডিত বা জ্যোতিষিদের মুখে | এই দোষ শুধু যে বিবাহ পরবর্তী জীবনে সমস্যা সৃষ্টি করে তা নয় | মাঙ্গলিক দোষের কুফলে সহজে বিবাহ হতে চায়  না, বিবাহের বাধা -বিঘ্ন, বারবার বিবাহ ভেঙে যায় | মাঙ্গলিক দোষের কারণে বিবাহে বাধা ? সমাধান কোন পথে ?

আমাদের ভালো করে জানা উচিত, কি এই মাঙ্গলিক দোষ ? বিবাহিত জীবনে আদৌ কি কোনো প্রভাব ফেলে এই দোষ |

বিবাহ বিচারে মাঙ্গলিক দোষের বিশ্লেষণ অতীব গুরুত্বপূর্ণ | রাশিচক্রে মঙ্গলের অবস্থান, দশা-অন্তর্দশা বিচার ও জরুরি | দাম্পত্য জীবনে সুখ-শান্তি কতটা, সেটা মঙ্গল গ্রহের উপর নির্ভর করে | বিবাহের আগে পাত্র পাত্রীর জন্ম কুণ্ডলী মেলানোর উদ্দেশ্যে তাদের গন, স্বভাব, পারস্পরিক ব্যবহার ইত্যাদি বিচার করে দেখা হয় যাতে সঠিক মানুষের সাথে মনের মিলনে সর্বাঙ্গ সুন্দর সংসার গড়ে উঠতে পারে |

এই দোষ প্রাপ্ত জাতকরা প্রকৃতিগত ভাবে আক্রমণাত্মক, অহংকারী এবং রহস্যময় হন। এঁরা স্ত্রীর ওপর কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন। মাঙ্গলিক জাতিকারা সত্যবাদী ও রূঢ় প্রকৃতির হন।

মাঙ্গলিক দোষের কারণে বিবাহে বাধা

মাঙ্গলিক দোষের কারণে বিবাহে বাধা ? সমাধান কোন পথে ?

জ্যোতিষের ভাষায় কারো রাশিফলে চতুর্থভাব, সপ্তমভাব, অষ্টমভাব, দ্বাদশভাবে মঙ্গলের প্রভাব থাকলে,

সেই ছেলে বা মেয়ের মাঙ্গলিক দোষ পেয়েছে বলে মনে করা হয় |

মাঙ্গলিক দোষ যুক্ত মানেই যে সব সময় অশুভ ফল প্রাপ্তি হবে তা কিন্তু নয় |

এই দোষ বিচারের জন্য মঙ্গল ছাড়াও অন্যান্য গ্রহ অবস্থান ও দৃষ্টি বিচার প্রয়োজন |

জাতক জাতিকার জন্মকুন্ডলীর মধ্যে মাঙ্গলিক দোষ দেখা গেলেও, অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই |

জ্যোতিষশাস্ত্রে এই দোষের যথাযথ প্রতিকার সম্ভব | সঠিক উপায়ে নিয়ম-নিষ্ঠা মেনে প্রতিকার করলে মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাবেন | মাঙ্গলিক দোষ কাটানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয় |

##যদি আপনার জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ বর্তমান থাকে, তাহলে ভয় পাবেন না, সঠিক প্রতিকারে মাঙ্গলিক দোষ সম্পূর্ণ রূপে খণ্ডন করা যায়।

শুধু মাত্র চাই সঠিক জ্যোতিষ পরামর্শ ও সঠিক প্রতিকার।

Author Bio

Related Posts