পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ এরা সকলেই বৃহস্পতির নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য | গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |
বৃহস্পতি:
ব্রাহ্মণ , সাত্ত্বিক , সৌম্য, সর্বশাস্ত্র বিশারদ, পুরুষ ও নৈসর্গিক শুভ গ্রহ | বৃহস্পতি মন্ত্রী, রাজা, পুরোহিত , বিদ্যা, ধন, ধর্ম , পুত্র ও ব্যবসায়ের কারক গ্রহ| কর্মক্ষেত্রে অধ্যাপক, আইনজ্ঞ , রাজনীতিবিদ , সাংবাদিক, দার্শনিক , বৈজ্ঞানিক, ব্যাঙ্ক কর্মচারী ইত্যাদির কারক | শরীরের মধ্যে ফুসফুস ,যকৃৎ , মেদ , রক্তবহ নাড়ি , কণ্ঠ ইত্যাদি বৃহস্পতির অধিকারে|
পুনর্বসু (Punarvasu)
অবস্থান – মিথুনের ২০ ডিগ্রী হইতে কর্কটের ৩ ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত বিস্তার |
অধিপতি – বুধ ও চন্দ্র |
দেবতা – অদিতি |
প্রতীক – তূণ |
কারকতা – পুনর্বসুর অর্থ – পুনঃ – বসু অর্থাৎ পুনরায় ফিরে আসা |অদিতির গর্ভে কশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যের জন্ম | তিনি মঙ্গলময় |সত্য ,ঔদার্য ,কৌলিন্য ,শুচিতা ,রূপ ও যশের অধিকারিণী |তাই এই নক্ষত্র সত্য ,ঔদার্য এই সকল গুণ ,একবার ত্যাগ করে পুনরায় কার্য আরম্ভ করা ,নুতন জীবন শুরু করা ,দূর দেশ থেকে ফিরে আসা ইত্যাদির কারক |এ নক্ষত্র স্বাধীন ,মুক্ত ,অনন্ত ও অনাবিল আনন্দের প্রতিভূ |
বিশাখা (Bishakha)
অবস্থান – তুলারাশির ২০ ডিগ্রী হইতে বৃশ্চিক রাশির ৩ ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত |
অধিপতি – শুক্র ও মঙ্গল |
দেবতা – শত্রঘ্নই |
প্রতীক – ফুলের মালা |
কারকতা – বিশাখা অর্থে কার্য্যসিদ্ধি |যে কোনও প্রকারে কার্য্যসিদ্ধি করা ,নানাবিধ কর্মে লেগে থাকা ,নিজের উদ্দেশ্যসিদ্ধির ব্যাপারে বেপরোয়া ,নির্দয়তা ,ক্ষিপ্রতা ,কোনও কাজে একনিষ্ঠতার অভাব –কর্ম সিদ্ধিই একমাত্র উদ্দেশ্য |ব্যাপ্ত হওয়া ,ছড়িয়ে পড়া ,ধর্মের বিধিনিষেধ পালন করা ,মারণ ,উচাটন ,ক্ষতি ,বিপদ ,সর্বনাশ প্রভৃতি কারকতা এই নক্ষত্রে আছে | রাহুর কারকতার সাথে মিল আছে |এই নক্ষত্রে রাহু প্রবল |
পূর্বভাদ্রপদ (Purbobhadropod)
অবস্থান – কুম্ভরাশির ২০ ডিগ্রী হইতে মীনরাশির ৩ ডিগ্রী ২০ মিনিটে পর্যন্ত |
অধিপতি – শনি ও বৃহস্পতি |
দেবতা – অজপাদ (রুদ্রবিশেষ)|
প্রতীক – ঘন্টা (bell)|
কারকতা – এই নক্ষত্র অশুভ | অপরকে যন্ত্রনা দেয়া , শাস্তি দেয়া , কথায় বা ব্যবহারে সকলকে পুড়িয়ে মারা ,কটূভাষী ,দুঃখশীল ,ও নিষ্টুর প্রকৃতি ,বাসনায় জর্জরিত বা অস্থিরচিত্ত ,অতৃপ্ত কামনা – বাসনায় দগ্ধ হওয়া ,মনোবেদনায় তিলে তিলে নিঃশেষিত হওয়া ,হঠাৎ রেগে উঠা | রাহু ,শনি ,মঙ্গলের অশুভ দিক |