Astrology, Nakshatra

পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের কারকতা

পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ এরা সকলেই বৃহস্পতির  নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য |  গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও  সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |

পুনর্বসু, বিশাখা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের কারকতা 1

বৃহস্পতি: 

ব্রাহ্মণ , সাত্ত্বিক , সৌম্য, সর্বশাস্ত্র বিশারদ, পুরুষ নৈসর্গিক শুভ গ্রহ | বৃহস্পতি মন্ত্রী, রাজা, পুরোহিত , বিদ্যা, ধন, ধর্ম , পুত্র ব্যবসায়ের কারক গ্রহ| কর্মক্ষেত্রে অধ্যাপক, আইনজ্ঞ , রাজনীতিবিদ , সাংবাদিক, দার্শনিক , বৈজ্ঞানিক, ব্যাঙ্ক কর্মচারী  ইত্যাদির  কারক | শরীরের মধ্যে ফুসফুস ,যকৃৎ , মেদ , রক্তবহ নাড়ি , কণ্ঠ ইত্যাদি বৃহস্পতির অধিকারে| 

 

পুনর্বসু (Punarvasu) 

অবস্থানমিথুনের ২০ ডিগ্রী হইতে কর্কটের ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত বিস্তার |

অধিপতিবুধ চন্দ্র

দেবতাঅদিতি |

প্রতীকতূণ |

কারকতাপুনর্বসুর অর্থপুনঃবসু অর্থাৎ পুনরায় ফিরে আসা |অদিতির গর্ভে কশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যের জন্ম | তিনি মঙ্গলময় |সত্য ,ঔদার্য ,কৌলিন্য ,শুচিতা ,রূপ যশের অধিকারিণী |তাই এই নক্ষত্র সত্য ,ঔদার্য এই সকল গুণ ,একবার ত্যাগ করে পুনরায় কার্য আরম্ভ করা ,নুতন জীবন শুরু করা ,দূর দেশ থেকে ফিরে আসা ইত্যাদির কারক | নক্ষত্র স্বাধীন ,মুক্ত ,অনন্ত অনাবিল আনন্দের প্রতিভূ  |

 

বিশাখা (Bishakha)

অবস্থানতুলারাশির ২০ ডিগ্রী হইতে বৃশ্চিক রাশির ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত |

অধিপতিশুক্র মঙ্গল |

দেবতাশত্রঘ্নই |

প্রতীকফুলের মালা |

কারকতাবিশাখা অর্থে কার্য্যসিদ্ধি |যে কোনও প্রকারে কার্য্যসিদ্ধি করা ,নানাবিধ কর্মে লেগে থাকা ,নিজের উদ্দেশ্যসিদ্ধির ব্যাপারে বেপরোয়া ,নির্দয়তা ,ক্ষিপ্রতা ,কোনও কাজে একনিষ্ঠতার অভাবকর্ম সিদ্ধিই একমাত্র উদ্দেশ্য |ব্যাপ্ত হওয়া ,ছড়িয়ে পড়া ,ধর্মের বিধিনিষেধ পালন করা ,মারণ ,উচাটন ,ক্ষতি ,বিপদ ,সর্বনাশ প্রভৃতি কারকতা এই নক্ষত্রে আছে | রাহুর কারকতার সাথে মিল আছে |এই নক্ষত্রে রাহু প্রবল |

 

পূর্বভাদ্রপদ (Purbobhadropod)

অবস্থানকুম্ভরাশির ২০ ডিগ্রী হইতে মীনরাশির ডিগ্রী ২০ মিনিটে পর্যন্ত |

অধিপতিশনি বৃহস্পতি |

দেবতাঅজপাদ (রুদ্রবিশেষ)|

প্রতীকঘন্টা (bell)|

কারকতাএই নক্ষত্র অশুভ | অপরকে যন্ত্রনা দেয়া , শাস্তি দেয়া , কথায় বা ব্যবহারে সকলকে পুড়িয়ে মারা ,কটূভাষী ,দুঃখশীল , নিষ্টুর প্রকৃতি ,বাসনায় জর্জরিত বা অস্থিরচিত্ত ,অতৃপ্ত কামনাবাসনায় দগ্ধ হওয়া ,মনোবেদনায় তিলে তিলে নিঃশেষিত হওয়া ,হঠাৎ রেগে উঠা | রাহু ,শনি ,মঙ্গলের অশুভ দিক |

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM